বিগত বছরের প্রশ্নাবলি
 
  1. Question: নিচের কোনটি হিসাব চক্রের একটি ধাপ নয়?

    A
    নিবাচন

    B
    লিপিবদ্ধকরণ

    C
    যাচাইকরণ

    D
    শ্রেণিকরণ

    E
    পরিবেশন

    Note: Not available
    1. Report
  2. Question: অনুপার্জিত আয় নির্দেশ করে-

    A
    আয়

    B
    চলতি আয়

    C
    ব্যয়

    D
    দীর্ঘমেয়াদী দায়

    E
    চলতি সম্পদ

    Note: Not available
    1. Report
  3. Question: উত্তরা কোম্পানির ২০১৩ সালের সম্পত্তি হ্রাস পায় ৮০,০০০ টাকা এাবং দায় বৃদ্ধি পায় ৩০,০০০ টাকা। তাহলে মালিকানা স্বত্ব:

    A
    ৫০,০০০ টাকা বৃদ্ধি পায়

    B
    ৫০,০০০ টাকা হ্রাস পায়

    C
    ১১০,০০০ টাকা বৃদ্ধি পায়

    D
    ১১০,০০০ টাকা হ্রাস পায়

    E
    ৮০,০০০ টাকা বৃদ্ধি পায়

    Note: Not available
    1. Report
  4. Question: নিচের উল্লেখিত নীতি অনুসরণ করি বলে আমরা সম্ভাব্য দায়কে আর্থিক বিবরণীতে দেখাই-

    A
    স্বত্বার নীতি

    B
    হিসাবকাল নীতি

    C
    মিলকরণ নীতি

    D
    ধারাবাহিকতার নীতি

    E
    পূর্ণ প্রকাশের নীতি

    Note: Not available
    1. Report
  5. Question: বাকিতে পন্য ক্রয় করা হলে ক্রেতার হিসাব বহিতে সম্ভাব্য পরিবর্তন হবে-

    A
    সম্পদ বৃদ্ধি এবং দায় বৃদ্ধি

    B
    দায় বৃদ্ধি এবং পরিশোধিত মূলধন বৃদ্ধি

    C
    দায় বৃদ্ধি এবং সম্পদ হ্রাস

    D
    সম্পদ ‍বৃদ্ধি এবং ব্যয় বৃদ্ধি

    E
    দায় বৃদ্ধি এবং রাজস্ব হ্রাস

    Note: Not available
    1. Report
  6. Question: নিচের কোনটি অস্থায়ী হিসাব?

    A
    নগদান হিসাব

    B
    মজুদ পণ্য হিসাব

    C
    ব্যাংক হিসাব

    D
    পুঞ্জীভূত হিসাব

    E
    ভাড়া হিসাব

    Note: Not available
    1. Report
  7. Question: ২০১২ সালের ১লা জানুয়ারি তিন বছরের জন্য অগ্রীম বীমা প্রদান করা হয়েছে ৩,০০০ টাকা। ২০১২ সালের ৩১ ডিসেম্বর সমন্বয় দাখিলা কী হবে?

    A
    বীমা হিসাব ডেবিট ৩,০০০ টাকা; নগদান হিসাব ক্রেডিট ৩,০০০ টাকা

    B
    বীমা খরচ ডেবিট ১,০০০ টাকা; নগদান হিসাব ক্রেডিট ৩,০০০ টাকা

    C
    বীমা খরচ হিসাব ডেবিট ৩,০০০ টাকা; অগ্রমি বীমা হিসাব ক্রেডিট ৩,০০০ টাকা

    D
    বকেয়া বীমা ডেবিট ৩,০০০ টাকা; নগদ ক্রেডিট ৩,০০০ টাকা

    E
    অগ্রীম বীমা ডেবিট ১০০০ টাকা; বীমা খরচ ক্রেডটি ১,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  8. Question: নিচের কোন খরচটির জন্য নগদ অর্থ ব্যয় হয় না?

    A
    বিক্রয় কমিশন

    B
    অগ্রীম প্রদত্ত বীমা

    C
    বেতন

    D
    ভাড়া

    E
    অবচয়

    Note: Not available
    1. Report
  9. Question: নিচের কোনটি অলীক সম্পত্তি?

    A
    সুমান

    B
    পেটেন্ট

    C
    শেয়ার মূল্যে ছঠাড়

    D
    কপিরাইপ

    E
    অগ্রীম ভাড়া

    Note: Not available
    1. Report
  10. Question: নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়?

    A
    আর্থিক অবস্থার বিবরণী

    B
    মূল্য সংযোজন বিবরণী

    C
    কম্প্রিহেনসিভ আয় বিবরণী

    D
    নগদ প্রদান বিবরণী

    E
    শেয়ার হোল্ডারদের স্বত্বের বিবরণী

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd