বিগত বছরের প্রশ্নাবলি
 
  1. Question: মীনা ও টিনার মূলধনের পরিমাণ যথাক্রমে ২,০০,০০০ টাকা এবং ২,৫০,০০০ টাকা। টিনা তার মূলধনের ১/৫ অংশ রীনার নিকট ৬০,০০০ টাকায় বিক্রয়ের সিদ্ধান্ত নিলে রীনাকে সুনাম বাবদ কত টাকা দিতে হবে?

    A
    ৫০,০০০ টাকা

    B
    ৬০,০০০ টাকা

    C
    ২০,০০০ টাকা

    D
    ১০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  2. Question: নিচের কোনটি আর্থিক বিবরণীর অন্তর্ভুক্ত নয়?

    A
    লাভ-ক্ষতি হিসাব

    B
    উদ্ধৃত্তপত্র

    C
    রেওয়ামিল

    D
    লাভ-ক্ষতি বণ্টন হিসাব

    Note: Not available
    1. Report
  3. Question: যখন মালিক তাঁর ব্যাক্তিগত প্রয়োজনে নগদ টাকা উত্তোলন করে তখন হিসাব সমীকরণে কী প্রভাব সৃষ্টি করে।

    A
    সম্পদ ও মালিকানা ও স্বত্ব উভয়ই বৃদ্ধি পায়

    B
    সম্পদ ও মালিকানা স্বত্ব উভয় হ্রাস পায়

    C
    সম্পদ ও দায় উভয়ই বৃদ্ধি পায়

    D
    মালিকানা স্বত্ব একই সাথে বৃদ্ধি ও হ্রাস পায়

    Note: Not available
    1. Report
  4. Question: এক মাসের নীট বিক্রয় ৮,০০,০০০ টাকা। ধরা হচ্ছে অনাদায়ী দেনা নীট বিক্রয়ের ১.৫% হবে। যদি সমন্বয়ের আগে কু-ঋণ সঞ্চিতির ক্রেডিট ব্যালেন্স ১৫,০০০ টাকা হয় তাহলে সমন্বয়ের পর ঐ হিসাবের ব্যালেন্স কত হবে?

    A
    ১৫,০০০ টাকা

    B
    ২৭,০০০ টাকা

    C
    ২৩,০০০ টাকা

    D
    ৩৩,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  5. Question: এবিসি কোম্পানির বৎসরের প্রারম্ভে মোট সম্পত্তি ও দায় ছিল যথাক্রমে ৮,০০,০০০ টাকা এবং হ্রাস পায় তবে বৎসর শেষে মালিকানা স্বত্ব কত হবে?

    A
    ৬,৩০,০০০ টাকা

    B
    ৪,৩০,০০০ টাকা

    C
    ৫,২০,০০০ টাকা

    D
    ৫,৩০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  6. Question: দেয় বিল হিসাবে ডেবিট ২০,০০০ টাকা, ক্রেডিট ২৫,০০০ টাকা ও সমাপনী জের ১০,০০০ টাকা। প্রারম্ভিক জের কত?

    A
    ৫,০০০ টাকা

    B
    ১০,০০০ টাকা

    C
    ১৫,০০০ টাকা

    D
    ৩৫,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  7. Question: ২০০৯ সালের ৮ বছরের জন্য ৫০,০০০ টাকা বিনিয়োগ করা হলো, বিনিয়োগের উপর সুদের হার ১২%। ৩১ শে ডিসেম্বর বকেয়া সুদ আয় বাবদ ৩,৫০০ টাকার সমন্বয় দাখিলা প্রদান করা হয়। সারা বছর ধরে কোন নগদ সুদ প্রাপ্তি ছিল না। বিনিয়োগটির তারিখ ছিল?

    A
    ১লা আগষ্ট

    B
    ১লা মে

    C
    ১লা জুন

    D
    ১লা জুলাই

    Note: Not available
    1. Report
  8. Question: একটি কোম্পানির ব্যাংক জমা ১৯৫১.২০ টাকা, নগদান বহির জের ১৮৬৯ টাকা, পরিবহনাধীন জমা ২৭১.২০ টাকা, বকেয়া চেক ৪২৭.৮০, NSF চেক ৬১.২০ টাকা, এবং সার্ভিস চার্জ ১৩৮০ টাকা। সঠিকনগদান জের কত?

    A
    ১৭৯৪.৬০ টাকা

    B
    ১৭১৯.৬০ টাকা

    C
    ১৬৩৮.০০ টাকা

    D
    ১৭১৩.০০ টাকা

    Note: Not available
    1. Report
  9. Question: একটি লেনদেন সম্পত্তি ও দায় উভয়কেই ২০,০০০ টাকা দ্বারা বৃদ্ধি করলে লেনদেনটি কি হতে পারে?

    A
    নগদ ক্রয়

    B
    আগুনে সম্পত্তি নষ্ট

    C
    রহিমের নিকট থেকে পণ্য

    D
    নগদ টাকায় ফাার্নিচার ক্রয়

    Note: Not available
    1. Report
  10. Question: কোন পর্যায়ে একটি পণ্যের প্রতি ব্যয়-হ্রাস পায়?

    A
    সূচনা স্তরে

    B
    প্রবৃদ্ধি স্তরে

    C
    পূর্নতা স্তরে

    D
    পতন স্তরে

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd