বিগত বছরের প্রশ্নাবলি
 
  1. Question: উদ্ধর্তপত্রের যোগফলকে প্রভাবিত করবে না-

    A
    ২০০ টাকার প্রদেয় বিল পরিশোধ

    B
    মালিক কর্তৃক ৫০০০ টাকা উত্তোলন

    C
    নগদে সম্পত্তি ক্রয় ৪০০০ টাকা

    D
    দারে ৫০০০ টাকার পণ্য ক্রয়

    Note: Not available
    1. Report
  2. Question: একতরফা দাখিলা পদ্ধতিতে গত বছরের অপরিশোধিত দেনা-

    A
    সম্পত্তি হিসাবে গণ্য হবে

    B
    সমাপনী মূরধন নির্ণেয় অন্তর্ভুক্ত হবে

    C
    প্রারম্ভিক নির্ণয়ে অন্তর্ভুক্ত হবে

    D
    বিবেচিত হবে না

    Note: Not available
    1. Report
  3. Question: কোন দ্রব্যের তালিকা মূল্যের উপর যে বাট্টা প্রদান করা হয়, তাহ হল-

    A
    প্রাপ্ত বাট্টা

    B
    কারবারী বাট্টা

    C
    নগদ বাট্টা

    D
    রিবেট

    Note: Not available
    1. Report
  4. Question: একটি পণ্যের ক্রয় মূল্য ৩০,০০০ টাকা। বিক্রয় মূল্যের উপর ২০% মুনাফা ধরা হলে, বিক্রয় মূল্য হবে-

    A
    ৩৬,০০০ টাকা

    B
    ৩৭,৫০০ টাকা

    C
    ৩৯,০০০ টাকা

    D
    ৩৩,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  5. Question: আয় বিবরণী তৈরি করা হয়-

    A
    একটি হিসাব কালের জন্য

    B
    সম্পত্তি বৃদ্ধি ও সম্পত্তি হ্রাস

    C
    সম্পত্তি বৃদ্ধি ও মালিকানা স্বত্ব বৃদ্ধি

    D
    দায় হ্রাস ও মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়

    Note: Not available
    1. Report
  6. Question: বকেয়া প্রাপ্য ভাড়া আদায় হলে হিসাব সমীকরণে-

    A
    সম্পত্তি বৃদ্ধি ও দায় হ্রাস

    B
    সম্পত্তি বৃদ্ধি ও সম্পত্তি হ্রাস

    C
    সম্পত্তি বৃদ্ধি ও মালিকানা স্বত্ব বৃদ্ধি

    D
    দায় হ্রাস ও মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়

    Note: Not available
    1. Report
  7. Question: অবিরত মুজদ পদ্ধতিতে ধারে পণ্য বিক্রয় লিপিবদ্ধকরণে যে হিসাব প্রভাবিত হয়-

    A
    বিক্রয়

    B
    দেনাদার

    C
    মজুদ পণ্য

    D
    সবগুলি

    Note: Not available
    1. Report
  8. Question: ‘চলমান ব্যবসায়’ বলতে-

    A
    ব্যবসায় প্রতিষ্ঠানটি লাভজনভোবে চলবে

    B
    ব্যবসায় প্রতিষ্ঠানটি লোকসোনে চলবে

    C
    ব্যবসায় প্রতিষ্ঠানটি বর্তমান হিসাবকাল শেষ হবার পরেও চলবে

    D
    ব্যবসায় প্রতিষ্ঠানটি শুধু বর্তমান হিসাবকাল পর্যন্ত চলবে

    Note: Not available
    1. Report
  9. Question: কোনটি দিয়ে চলতি অনুপাতের উন্নতি হবে না-

    A
    অতিরিক্ত স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য স্বল্পমেয়াদী ঋণ গ্রহণ

    B
    পণ্য ক্রয়ের জন্য দীর্ঘমেয়াদী ঋণপত্র বিক্রয়

    C
    স্বল্পমেয়াদী ঋণ পরিশোধের জন্য সাধারণ শেয়ার বিক্রয়

    D
    পাওনাদারগণকে পরিশোধের জন্য স্থায়ী সম্পত্তি বিক্রয়

    Note: Not available
    1. Report
  10. Question: একটি মেশিনের ক্রয় মূল্য ১০০০০ টাকা। ৫ বছর পর ভগ্নাবশেষ মূল্য হবে ৩১২ ১/২। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে জের পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার হবে-

    A
    ২৫%

    B
    ৩০%

    C
    ৪০%

    D
    ৫০%

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd