বিগত বছরের প্রশ্নাবলি
 
  1. Question: প্রাপ্য হিসাব কিভাবে সৃষ্ট হয়?

    A
    কর্মচারীদের ঋণ প্রদান করা হলে

    B
    বাকীতে বিক্রয় করা হলে

    C
    নগদে বিক্রয় করা হলে

    D
    কোনটিই নয়

    E
    সুদ অর্জিত হওয়ার পরও অপরিশোধিত থাকলে

    Note: Not available
    1. Report
  2. Question: কোন ধরনের শেয়ার মালিকদের লভ্যাংশের হার সর্বদা অনিশ্চিত ও পরিবর্তনশীল?

    A
    সাধারণ শেয়ার

    B
    অগ্রাধিকার শেয়ার

    C
    সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার

    D
    অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  3. Question: মূলধন জাতীয় ব্যয় কোনটি?

    A
    স্থায়ী সম্পত্তি ক্রয়ে খরচকৃত অর্থ

    B
    পরিচালকের সম্মানী

    C
    স্থায়ী সম্পত্তির ক্রয়ে খরচকৃত অর্থ

    D
    অডিটরদের সম্মানী

    E
    স্থায়ী সম্পত্তির বিক্রয় খরচকৃত অর্থ

    Note: Not available
    1. Report
  4. Question: একটি মেশিন ৪০০,০০০ টাকায় ক্রয় করা হয়েছে। ব্যবহারযোগ্য সময়ের শেষে মেশিনটির অবশিষ্ট মূল্য ক্রয়মূল্যের ১০% নির্ধারণ করা হয়েছে। সরলরৈখিক পদ্ধতিতে মাসিক অবচয় ৭৫০০ টাকা লিপিবদ্ধ করা হয়েছে। বার্ষিক অবচয় হার কত?

    A
    ২২.৫%

    B
    ২৫%

    C
    ২০%

    D
    ১০%

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  5. Question: প্রতিষ্ঠানের তাৎক্ষণিক স্বল্পমেয়াদি তরলতা যাচাই করে-

    A
    চলতি অনুপাত

    B
    এসিড টেষ্ট অনুপাত

    C
    চলতি মূলধন অনুপাত

    D
    মজুদ আবর্ত হার

    E
    দেনাদার আবর্ত হার

    Note: Not available
    1. Report
  6. Question: নিচের কোনটি উৎপাদন ব্যায়ের অংশ নয়?

    A
    প্রত্যক্ষ কাঁচামাল

    B
    পরোক্ষ কাঁচামাল

    C
    পরোক্ষ মজুরী

    D
    যন্ত্রপাতির অবচয়

    E
    পণ্য বিতরণে নিয়োজিত মটরযানের অবচয়

    Note: Not available
    1. Report
  7. Question: একটি পণ্য ৮৬০ টাকায় বিক্রি করায় লাভ হয়েছে ২০%। বিক্রেতা ৩০% লাভ করতে চাইলে পণ্যটি কত টাকায় বিক্রি করতে হত?

    A
    ১২৪৮ টাকা

    B
    ১০৪০ টাকা

    C
    ১০০০ টাকা

    D
    ১১৫২ টাকা

    E
    ১২০০ টাকা

    Note: Not available
    1. Report
  8. Question: আর্থিক ফলাফল নির্ণয়ের বিবেচিত হয় না কোনটি?

    A
    অবচয়

    B
    ভাড়া ব্যয়

    C
    বিক্রয় রাজস্ব

    D
    দালান সম্প্রসারণ ব্যয়

    E
    কাঁচামালের আমদানি শুল্ক

    Note: Not available
    1. Report
  9. Question: নিম্নের কোন ঘটনাকি জাবেদায় লিপিবদ্ধ করা অনুচিত?

    A
    বাকীতে মালামাল ক্রয়

    B
    নগদে সেবা প্রদান

    C
    পুরনো যন্ত্রপাতি বিক্রয় হতে লাভ

    D
    বিজ্ঞাপন বাবত ব্যয়

    E
    চীফ ফাইনেন্সিয়াল অফিসারের পদের জন্য দুজন প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ

    Note: Not available
    1. Report
  10. Question: জাবেদা সম্বন্ধে নিম্নের কোন বিবৃতিটি অসত্য?

    A
    এটি হিসাবের প্রাথমিক দাখিলা নয়

    B
    ইহা লেনদেনসমূহকে সময় ক্রমানুসারে লিপিবদ্ধ করে

    C
    প্রত্যেক লেনদেনে সম পরিমাণ ডেবিট-ক্রেডিট লিপিবদ্ধ করা হয় বলে জাবেদার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ভুল উদঘাটন সম্ভব হয়

    D
    জাবেদার মাধ্যমে একই স্থানে নির্দিষ্ট সময়ে সকল লেনদেনের অস্তিত্ব নিরূপণ সম্ভব হয়

    E
    এটি হিসাবের প্রাথমিক বহি বলে পরিচিত

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd