বিগত বছরের প্রশ্নাবলি
 
  1. Question: পণ্যেল বিনিময়ে মূল্য যখন ৩০ দিনের মধ্যে পরিশাধ করতে হবে তখন কোন প্রতিষ্ঠান পরিশোধে সক্ষম কিনা তা নির্ণয় করতে নিচের আর্থিক বিবরণীসমূহের কোনটি দেখতে হবে?

    A
    আয় বিবরণী

    B
    উদ্ধৃত্তপত্র

    C
    রক্ষিত আয়ের বিবরণী

    D
    নগদ প্রবাহ বিবরণী

    Note: Not available
    1. Report
  2. Question: সন্দেহজনক দেনার মঞ্ঝুরি নিচের কোনটির উদাহরণ?

    A
    সম্পত্তি হিসাব

    B
    প্রতি-সম্পত্তি হিসাব

    C
    পুঞ্জিভূত হিসাব

    D
    প্রতি দায় হিসাব

    Note: Not available
    1. Report
  3. Question: নিচের কোনটি খান এন্টারপ্রাইজ এর একটি স্থায়ী হিসাব?

    A
    খানের মূলধন

    B
    যন্ত্রপাতি

    C
    পুঞ্জিভুত অবচয়

    D
    অবচয় হিসাব

    Note: Not available
    1. Report
  4. Question: ৩১ ডিসেম্বর, ২০১২ তারিখে রহিম ট্রেডার্সের হিসাব নিচের তথ্য দেখাচ্ছে: প্রারম্ভিক মজুদ ৯০,০০০ টাকা; সমাপনী মজুদ ৭০,০০০ টাকা; বিক্রিত পণ্যের ব্যয় ৬৬০,০০০ টাকা এবং বিক্রয় ৯০০,০০০ টাকা। রহিম ট্রেডার্সের ২০১২ সনে মজুদের দিন ছিল:

    A
    ৩৮.৮ দনি

    B
    ৬৪ দিন

    C
    ৫০ দিন

    D
    ৪৪ দিন

    Note: Not available
    1. Report
  5. Question: চলতি ানুপাতের নিচের কোনটি নির্দেশ করে?

    A
    প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের সক্ষমতা

    B
    সম্পত্তি এবং দীর্ঘমেয়াদী দায়ের সম্পর্ক

    C
    মুনাফার উপর প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রমের প্রভাব

    D
    নিকট ভবিষ্যতে প্রতিষ্ঠানের দেনা পরিশোধের সক্ষমতা

    Note: Not available
    1. Report
  6. Question: পণ্যের ক্রয়মূল্য হিসাবে নিচের কোনটি বাদে সবগুলোই অন্তর্ভুক্ত হবে?

    A
    ক্রয় বাট্টা

    B
    ক্রেতা কর্তৃক পরিশোধিত পরিবহন খরচ

    C
    ক্রয় ফেরত

    D
    বিক্রেতা কর্তৃক পরিশোধিত পরিবহন খরচ

    Note: Not available
    1. Report
  7. Question: বাংলাদেশে হিসাববিজ্ঞান নীতিমালা ইস্যু করে কে?

    A
    ICAB

    B
    IASB

    C
    ICMAB

    D
    IASC

    Note: Not available
    1. Report
  8. Question: লাভ-ক্ষতি হিসাবের বিকল্প কোনটি?

    A
    বিষয় বিবরণী

    B
    নগদ বিবরণী

    C
    আয় বিবরণী

    D
    ব্যয় বিবরণী

    Note: Not available
    1. Report
  9. Question: নোটিং চার্জ কে নির্ধারণ করে?

    A
    ব্যাংক

    B
    সরকার

    C
    আদালত

    D
    নোটারী পাবলিক

    Note: Not available
    1. Report
  10. Question: Reserve সম্পর্কে কত সালে আইন প্রবর্তিত হয়?

    A
    ১৯৪৮

    B
    ১৯৮৪

    C
    ১৯৮৮

    D
    ১৯৯৮

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd