Question: একটি ফার্মের প্রারম্ভিক পণ্যের মজুদ টাকা ৬,৭০০ এবং বছরে ক্রীত পণ্যের ব্যয় টাকা ৮৪,০০০। সমাপনী পণ্যের মজুদ টাকা ৫,৪০০। ২০% বেশী দামে বিক্রয় হলে মোট মুনাফা-
Question: সান লিঃ এর কর পূর্ব নীট টাকা ২,৬৭,০০০ হিসাবে করের পরিমাণ টাকা ৮৭,০০০ বন্টনযোগ্য লভ্যাংশ টাকা ৪৫,০০০ এবং টাকা৫০,০০০ সাধারণ সঞ্চিতি হিসাবে স্থানান্তর করলে, সংরক্ষিত আয় থাকবে-
Question: একজন শ্রমিক ৪০ ঘন্টার সপ্তাহে ঘণ্টা প্রতি ১৪ টাকা মজুরি পায় এবং অতিরিক্ত সময়ের জন্য ঘন্টা প্রতি ২১ টাকা মজুরি পায়। এক সপ্তাহে উক্ত শ্রমিক ৪৫ ঘন্টা কাজ করলে মোট মজুরি পাবে-
Question: মুন কোম্পানি লিঃ এর কর পূর্ব আয় টাকা ৭,০০০। কর ব্যয় টাকা ২,১০,০০০ এবং কর পরবর্তী আয় টাকা ৪,৯০,০০০। কোম্পানিরে শেয়ার সংখ্যা ১,০০,০০০ হলে শেয়ার প্রতি আয়-
Question: কোন ফার্মের ক্রীতমালের পরিমাণ টাকা ৬০,০০০ বিক্রয় টাকা ৮৫,০০০ সমাপনী মজুদ টাকা ১৫,০০০ মোট মুনাফা টাকা ৩০,০০০ হলে প্রারম্ভিক মজুদের পরিমাণ হবে-
Question: আর্থিক বছরের শুরুতে জনতা লিঃ এর সম্পত্তির পরিমাণ ছিল ৬৮২ টাকা এবং মালিকানা স্বত্ব ছিল ৪১৮ টাকা। উক্ত বছরে সম্পত্তি বেড়ে ৭২০ টাকা হল এবং মালিকানা স্বত্ব কমেছে ১৮ টাকা। বছর শেষে দায়ের পরিমাণ কত?