বিগত বছরের প্রশ্নাবলি
 
  1. Question: অগ্রপ্রদত্ত ভাড়া হিসাবের প্রারম্ভিক জের ২,০০০ টাকা এবং সমাপনী জের ৩,০০০ টাকা। সংশ্লিষ্ট হিসাবকালে ভাড়া খরচ হিসাবে ৫,০০০ টাকা ডেবটি করা হয়েছে। ভাড়ার জন্য সংশ্লিষ্ট হিসাবকালে নগদ কত টাকা প্রদান করা হয়েছে।

    A
    ৩,০০০ টাকা

    B
    ৪,০০০ টাকা

    C
    ৫,০০০ টাকা

    D
    ৬,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  2. Question: একটি যন্ত্রের ক্রয়মূল্য ২০,০০০ টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের বার্ষিক হার ১৫%। পঞ্চম বছর শেষে যন্ত্রের পুঞ্জিভুত অবচয় ও নীট লিখিত মূল্য কত হবে?

    A
    ১১১২৬,৪৪৭৪

    B
    ১০১২৬,৮৮

    C
    ১১১২৬,৮৭৭৪

    D
    ১০১২৬,৮৭৭৪

    Note: Not available
    1. Report
  3. Question: নিচের কোনটি মূলধন জাতীয় আয়ের উদাহরণ নয়?

    A
    কারবার গঠন হবার আয়ের আয়

    B
    যন্ত্রপাতি বিক্রয় হতে আয়

    C
    শেয়ার বাজেয়াপ্ত হতে আয়

    D
    পরিত্যাক্ত/নষ্ট জিনিস পত্র বিক্রয় হতে আয়

    Note: Not available
    1. Report
  4. Question: অনুপার্জিত আয় িএকটি-

    A
    আয়

    B
    দায়

    C
    সম্পদ

    D
    ব্যয়

    Note: Not available
    1. Report
  5. Question: সমাপনী এন্ট্রির উদ্দেশ্য কী?

    A
    সকল হিসাব সমাপ্ত করা

    B
    ব্যাক্তিবাচক হিসাব সমাপ্ত করা

    C
    সম্পত্তিবাচক হিসাব সমাপ্ত করা

    D
    নামিক হিসাব সমাপ্ত করা

    Note: Not available
    1. Report
  6. Question: ২০১৩ সালের ১লা এপ্রিল ব্যবসায়ের জন্য ১০০০ টাকা ধার হল। সুদের হার ১১%। ২০১৩ সালের সুদ খরচ কত হবে?

    A
    ৫৫.০০ টাকা

    B
    ৭২.৫০ টাকা

    C
    ১১০ টাকা

    D
    ৮২.৫০ টাকা

    Note: Not available
    1. Report
  7. Question: নিচের হিসাবসমূহের কোনটি আয় বিবরণীতে কখনও খরচ হিসাবে দেখানো হয় না?

    A
    অবচয় খরচ

    B
    সুদ খরচ

    C
    বেতন খরচ

    D
    লভ্যাংশ খরচ

    Note: Not available
    1. Report
  8. Question: যে আইটেমটি উদ্বৃত্তপত্রে দেখানো হয়-

    A
    পরিবহন ব্যয়

    B
    প্রাপ্ত সুদ

    C
    অগ্রীম বীমা খরচ

    D
    মজুরী খরচ

    Note: Not available
    1. Report
  9. Question: করপূর্ব আয়ের উপর ২০% হারে কত প্রদান করা হয়। কর প্রদানের পর নীট মুনাফা ৮০০০ টাকা হলে করের পরিমাণ কত?

    A
    ১৬০০ টাকা

    B
    ২০০০ টাকা

    C
    ৮০০ টাকা

    D
    ১০০০ টাকা

    Note: Not available
    1. Report
  10. Question: নগদে বিক্রিত পণ্য কোন কারণে বিক্রেতার নিকট হতে ফেরত আসলে উক্ত পণের পূর্ণ বিবরণ দিয়ে বিক্রেতা যে চিঠি ক্রেতার নিকট পায় তাকে বলা হয়-

    A
    ডেবিট নোট

    B
    ক্রেডিট নোট

    C
    দেনা চিঠি

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd