বিবিধ প্রসঙ্গ
 
  1. Question: নিম্নের কোনটি মূলধনের অংশ?

    A
    মূলধনী মুনাফা

    B
    সংরক্ষিত মূলধন

    C
    সাধারন তহবিল

    D
    মূলধনী সঞ্চিতি

    E
    সংরক্ষিত তহবিল

    Note: Not available
    1. Report
  2. Question: চলতি অনুপাত নিম্নের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত?

    A
    মুনাফা অনুপাত

    B
    কর্মকান্ড অনুপাত

    C
    তারল্য অনুপাত

    D
    স্বচ্ছলতা অনুপাত

    E
    বাজার অনুপাত

    Note: Not available
    1. Report
  3. Question: নিচের কোন বিবরণীটি LAS-1 অনুযায়ী আর্থিক বিবরণীর অংশ নয়?

    A
    উদ্ধর্তপত্র

    B
    নগদ প্রবাহ বিবরণী

    C
    পরিচালকের রিপোর্ট

    D
    আর্থিক বিবরণীর নোটসমূহ

    E
    ইকুইটি পরিবর্তনের বিবরণী

    Note: Not available
    1. Report
  4. Question: নিচের কোনটি থেকে লভ্যাংশ ঘোষনা করা হয়?

    A
    মূলধন

    B
    পার মূল্য থেকে অতিরিক্ত পরিশোধিত মূলধন

    C
    সংরক্ষিত আয়

    D
    ট্রেজারী শেয়ার

    E
    সম্পদ

    Note: Not available
    1. Report
  5. Question: প্রিমিয়ার লিমিটেডের নীট আয় ২০০৯ সালে ছিল ৩,৫৪,০০০ টাকা এবং ২০১০ সালে ১,৫৯,৩০০ টাকা। ২০১০ সালের নীট আয়ের হ্রাসকে পূরণ করতে প্রিমিয়ার লিমিটেডকে নীট আয় ২০১১ সনে শতকরা কি হারে বাড়াতে হবে?

    A
    ৬৫%

    B
    ৬০%

    C
    ৫৫%

    D
    ১১০%

    E
    ১২২%

    Note: Not available
    1. Report
  6. Question: নিচের কোনটি সাধারণত স্বল্পমেয়াদী তারল্যের পরিমাপক হিসেবে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ?

    A
    ঋণ অনুপাত

    B
    চলতি অনুপাত

    C
    তড়িৎ অনুপাত

    D
    নগদ অনুপাত

    E
    পরিচালনা কার্যক্রম থেকে নগদ প্রবাহ

    Note: Not available
    1. Report
  7. Question: বিক্রয়ের উপর মূসক কোন ধরনের আইটেম?

    A
    খরচ

    B
    সম্পত্তি

    C
    মূলধন

    D
    রাজস্ব

    E
    দায়

    Note: Not available
    1. Report
  8. Question: একটি ট্রাক ৬০,০০০ টাকার ক্রয় করা হয়েছিল এবং ব্যবহারযোগ্য সময়ের শেষে ১২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সরলরৈখিক পদ্ধতি অনুযায়ী মাসিক অবচয় খরচ ১,০০০ টাকা লিপিবদ্ধ করা হয়েছে। বার্ষিক অবচয় হচ্ছে-

    A
    ২০%

    B
    ২%

    C
    ৮%

    D
    ২৫%

    E
    ১৫%

    Note: Not available
    1. Report
  9. Question: অংশীদারী কারবারে আয় নির্ধারণকালে নিচের কোনটি খরচ হিসেবে বিবেচিত হবে না?

    A
    বীমা খরচ

    B
    আয়কর খরচ

    C
    ভাড়া খরচ

    D
    বিদ্যুৎ খরচ

    E
    টেলিফোন খরচ

    Note: Not available
    1. Report
  10. Question: সকল সম্পদ ডেবিট ও সকল দায় ক্রেডিট হলে জাবেদাটির ধরন কিরূপ?

    A
    প্রারম্ভিক দাখিলা

    B
    সমাপনী দাখিলা

    C
    স্থানান্তর দাখিলা

    D
    সমন্বয়ী দাখিলা

    E
    সংশোধনী দাখিলা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd