বিবিধ প্রসঙ্গ
 
  1. Question: শরীফের নিকট প্রাপ্য হিসাবের ১০% বা ১,০০০ টাকা তাকে মওকুফ করা হল। এর হিসাব কোনটি?

    A
    অনাদেয় দেনা

    B
    কু-ঋণ

    C
    নগদ বাট্টা

    D
    সন্দেহজনক ঋণ

    E
    কারবারী বাট্টা

    Note: Not available
    1. Report
  2. Question: একটি কোম্পানী বিনামূল্যে বর্তমান শেয়ার মারিকদের মধ্যে ৫ঃ১ অনুপাতে নতুন শেয়ার বিতরণ করল। এ ধরনের শেয়ারের নাম কি?

    A
    অধিকার শেয়ার

    B
    বোনাস শেয়ার

    C
    সাধারণ শেয়ার

    D
    অগ্রাধিকার শেয়ার

    E
    স্থাপকের শেয়ার

    Note: Not available
    1. Report
  3. Question: যদি প্রারম্ভিক মূলধন ১৬,৫০০ টাকা; সমাপনী মূলধন ১১,৩৫০; অতিরিক্ত মূলধন ১,০০০ টাকা এবং উত্তোলন ৩,৩০০ টাকা হয় তবে লাভ ক্ষতি কত?

    A
    ক্ষতি ১,৮৫০ টাকা

    B
    লাভ ২,৮৫০ টাকা

    C
    ক্ষতি ২,৮৫০ টাকা

    D
    লাভ ৮,৪৫০ টাকা

    Note: Not available
    1. Report
  4. Question: যদি একটি মূলধন জাতীয় খরচ রাজস্ব জাতীয় খরচ হিসাবে লিপিবদ্ধ করা হয়, তবে তার ফল কি হবে?

    A
    নীট আয়, মালিকানা স্বত্ব ও সম্পত্তি কম হবে

    B
    নীট আয়, মালিকানা স্বত্ব ও সম্পত্তি বেশি হবে

    C
    নীট আয়, মালিকানা স্বত্ব কম ও সম্পত্তি বেশি হবে

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  5. Question: BFRS এর পূর্ণরূপ কি?

    A
    Bangladesh Financial Recording Standards

    B
    Bangladesh Functional Recording Standards

    C
    Bangladesh Functional Reporting Standards

    D
    Bangladesh Financial Reporting Standards

    Note: Not available
    1. Report
  6. Question: ২০১২ সালে মল্লিক এন্ড কোং এর বিক্রয় ৩,৭৬,০০০ টাকা; মোট লাভ ১,৭৬,০০০ টাকা; পরিচালন ব্যয় ৬৬,০০০ টাকা; নগদ লভ্যাংশ প্রদান ৩০,০০০ টাকা এবং অন্যান্য খরচ ছিল ২০,০০০ টাকা। করের হার ৩০% হলে করের পরিমাণ কত?

    A
    ১৮,০০০ টাকা

    B
    ৫৩,৮০০ টাকা

    C
    ১,১২,৮০০ টাকা

    D
    ২৭,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  7. Question: ম্যাসন স্ট্রীট রেকর্ডিং স্টুডিও এর আর্থিক বিবরণী নিরীক্ষা করে দেখা গেল মোট মালিকানা স্বত্বকে কম এবং দায়কে বেশি দেখানো হয়েছে। নিচের কোন ভুলটি এর কারণ হতে পারে/

    A
    অবচয় খরচের সমন্বয় জাবেদায় দুইবার লেখা হয়েছে

    B
    প্রদেয় নোটের সুদ খরচ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি

    C
    আয় অর্জিত হয়েছে কিন্তু তার বিল করা হয়নি

    D
    অগ্রিম প্রাপ্ত আয়ের অর্জিত অংশ হিসাবে দেখানো হয়নি

    Note: Not available
    1. Report
  8. Question: নিম্নের কোনটি সম্পত্তি, মূলধন ও দায়ের মধ্যকার সম্পর্ক প্রকাশ করে?

    A
    দ্বৈতসত্ত্বা

    B
    উদ্ধত্তপত্র

    C
    ডেবিট -ক্রেডিট

    D
    হিসাব সমীকরণ

    Note: Not available
    1. Report
  9. Question: একটি ব্যবসায় প্রতিষ্ঠান ২/১০, n/৩০ শর্তে ৯,০০০ টাকার পণ্য ক্রয় করে, যার মধ্যে ২,০০০ টাকার পন্য ফেরত দেয়া হয় এবং অবশিষ্ট পণ্যেল মূল্য বাট্টাকালীন সময়ের মধ্যে পরিশোধ করা হয়। বাট্টার পরিমাণ কত?

    A
    ১৪২ টাকা

    B
    ১০০ টাকা

    C
    ১৪০ টাকা

    D
    ১৩০ টাকা

    Note: Not available
    1. Report
  10. Question: আরডি কোম্পানির উদ্ধৃত্তপত্রে নিম্নোক্ত তথ্যসমূহ বিদ্যমানঃ নগদ অর্থ ১০,০০০ টাকা; মজুদ পণ্য ২০,০০০ টাকা; প্রদেয় বিলসমূহ ১০,০০০ টাকা; সুনাম ১৫,০০০ টাকা এবং দেনাদার ১০,০০০ টাকা। উক্ত কোম্পানির চলতি অনুপাত কত?

    A
    ২:১

    B
    ৩:১

    C
    ১:১

    D
    ৪:১

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd