Question: ২০১২ সালে মল্লিক এন্ড কোং এর বিক্রয় ৩,৭৬,০০০ টাকা; মোট লাভ ১,৭৬,০০০ টাকা; পরিচালন ব্যয় ৬৬,০০০ টাকা; নগদ লভ্যাংশ প্রদান ৩০,০০০ টাকা এবং অন্যান্য খরচ ছিল ২০,০০০ টাকা। করের হার ৩০% হলে করের পরিমাণ কত?
Question: ম্যাসন স্ট্রীট রেকর্ডিং স্টুডিও এর আর্থিক বিবরণী নিরীক্ষা করে দেখা গেল মোট মালিকানা স্বত্বকে কম এবং দায়কে বেশি দেখানো হয়েছে। নিচের কোন ভুলটি এর কারণ হতে পারে/
Question: একটি ব্যবসায় প্রতিষ্ঠান ২/১০, n/৩০ শর্তে ৯,০০০ টাকার পণ্য ক্রয় করে, যার মধ্যে ২,০০০ টাকার পন্য ফেরত দেয়া হয় এবং অবশিষ্ট পণ্যেল মূল্য বাট্টাকালীন সময়ের মধ্যে পরিশোধ করা হয়। বাট্টার পরিমাণ কত?