বিবিধ প্রসঙ্গ
 
  1. Question: ২০০৯ সালে ৮ বছরের জন্য ৫০,০০০ টাকা বিনিয়োগ করা হলো। বিনিয়োগের উপর সুদের হার ১২%। ৩১শে ডিসেম্বর বকেয়া সুদ আয় বাবদ ৩,৫০০ টাকার সমন্বয় দাখিলা প্রদান করা হয়। সারা বছর ধরে কোন নগদ সুদ প্রাপ্তি ছিল না। বিনিয়োগটির তারিখ ছিল?

    A
    ১লা আগষ্ট

    B
    ১লা মে

    C
    ১লা জুন

    D
    ১লা জুলাই

    Note: Not available
    1. Report
  2. Question: একটি কোম্পানির ব্যাংক জমা ১৯৫১.২০ টাকা। নগদান বহির জের ১৮৬৯.৬০ টাকা, পরিবনাধীন জমা ২৭১.২০ টাকা, বকেয়া চেক ৪২৭.৮০, NSF চেক ৬১.২০ টাকা, এবং সার্ভিস চার্জ ১৩,৮০ টাকা। সঠিক নগদান জেরা কত?

    A
    ১৭৯৪.৬০ টাকা

    B
    ১৭১৯.৬০ টাকা

    C
    ১৬৩৮.০০ টাকা

    D
    ১৭১৩.০০ টাকা

    Note: Not available
    1. Report
  3. Question: একটি লেনদেন সম্পত্তি ও দায় উভয়কেই ২০,০০০ টাকা দ্বারা বৃদ্ধি করলে লেনদেনটি কি হতে পারে?

    A
    নগদ ক্রয়

    B
    আগুনে সম্পত্তি নষ্ট

    C
    রহিমের নিকট থেকে পণ্য ক্রয়

    D
    নগদ টাকায় ফার্নিচার ক্রয়

    Note: Not available
    1. Report
  4. Question: বিক্রয় ৫,০০,০০০ টাকা; প্রত্যক্ষ কাঁচামাল ১,৫০,০০০ টাকা; প্রত্যক্ষ মজুরি ৫০,০০০ টাকা; কারখানা উপরি ব্যয় প্রত্যক্ষ মজুরির ১০%; প্রশাসনিক খরচ বিক্রয়ের ৫% এবং বিক্রয় খরচ বিক্রয়ের ১০% হলে মোট ব্যয় কত?

    A
    ২,০০,০০০ টাকা

    B
    ২,৩০,০০০ টাকা

    C
    ২,৫০,০০০ টাকা

    D
    ২,৮০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  5. Question: যখন শেয়ার হোল্ডার ব্যবসায়ে নগদ অর্থ বিনিয়োগ করে, তখন হিসাব সমীকরণে কি প্রভাব সৃষ্টি হয়?

    A
    দায় বৃদ্ধি পায় এবং স্টক হোল্ডারদের ইক্যুইটি বৃদ্ধি পায়

    B
    সম্পদ এবং দায় উভয় বৃদ্ধি পায়

    C
    সম্পদ এবং মালিকানা স্বত্ব উভয় বৃদ্ধি পায়

    D
    উপরের কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  6. Question: হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসরণে সমাপনী পন্য মূল্যায়নের সময় ক্রয় মূল্য ও বাজার মূল্যের মধ্যে যেটি কম হয় তা বিবেচনা করা হয়?

    A
    বাজার মূল্য নীতি

    B
    রক্ষণশীলতার নীতি

    C
    চলমান নীতি

    D
    আদায়করণ নীতি

    Note: Not available
    1. Report
  7. Question: একটি কোম্পানি ১৯৭৭ সালের ১লা জানুয়ারী তারিখে ৮০,০০০ টাকায় একটি দালান ক্রয় করে। ১৯৮১ সালের ডিসেম্বর মাসে উক্ত দালানের নীট বই মূল্য ৬৪,০০০ টাকা এবং বাজার মূল্যে ১,০০,০০০ টাকা ছিল। ১৯৮২ সালের ১লা জানুয়ারির তারিখে দালানটি সম্পূর্ণভাবে আগুনে বিনষ্ট হয়। বীমা কোম্পানি বীমা দাবি বাবদ ৭২,০০০ টাকা পরিশোধ করে। মুনাফা অথবা ক্ষতি কত টাকা ছিল?

    A
    মুনাফা ১৬,০০০ টাকা

    B
    মুনাফা ৩৬,০০০ টাকা

    C
    ক্ষতি ৮,০০০ টাকা

    D
    মুনাফা ৮,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  8. Question: এবিসি কোম্পানি ব্যাংকের নিকট ১০,০০০ টাকার ৯০ দিন মেয়াদী সুদবিহনী একটি নোট ইস্যু করল। যদি নোটটি ১০% বাট্টায় ভাঙ্গানো হয়, তবে এবিসি কোম্পানি কত টাকা পাবে।

    A
    ১০,০০০ টাকা

    B
    ৯,০০০ টাকা

    C
    ৯,৭৫০ টাকা

    D
    ১০,২৫০ টাকা

    Note: Not available
    1. Report
  9. Question: FASB এর পূর্ণরূপ কোনটি?

    A
    ফাইনান্সিয়াল একাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড

    B
    ফাইনান্সিয়াল একাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড

    C
    ফাইনান্সিয়াল একাউন্টিং এডভাজরি বোর্ড

    D
    ফাউন্ডেশন অব একাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড

    Note: Not available
    1. Report
  10. Question: হিসাবের ভুলত্রুটি সংশোধন করা হয় কোন জাবেদার মাধ্যমে

    A
    গরমিল জাবেদা

    B
    ভুল সংশোধন জাবেদা

    C
    প্রকৃত জাবেদা

    D
    ভুল জাবেদা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd