বিবিধ প্রসঙ্গ
 
  1. Question: এক মাসের নীট বিক্রয় ৮,০০,০০০ টাকা। ধরা হচ্ছে অনাদায়ী দেনা নীট বিক্রয়ের ১.৫% হবে। যদি সমন্বয়ের আগে কু-ঋণ সঞ্চিতির ক্রেডিট ব্যালেন্স ১৫,০০০ টাকা হয় তাহলে সমন্বয়ের পর ঐ হিসাবের ব্যালেন্স কত হবে?

    A
    ১৫,০০০ টাকা

    B
    ২৭,০০০ টাকা

    C
    ২৩,০০০ টাকা

    D
    ৩৩,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  2. Question: এবিসি কোম্পানি রৎসরের প্রারম্ভে মোট সম্পত্তি ও দায় ছিল যথাক্রমে ৮,০০,০০০ টাকা এবং ৫,০০,০০০ টাকা। যদি সংশ্লিষ্ট বৎসরে সমপত্তি ১,৫০,০০০ টাকা বৃদ্ধি পায় এবং দায় ৮০,০০০ টাকা হ্রাস পায় তবে বৎসর শেষে মালিকানা স্বত্ব কত হবে?

    A
    ৬,৩০,০০০/-

    B
    ৪,৩০,০০০/-

    C
    ৫,২০,০০০/-

    D
    ৫,৩০,০০০/-

    Note: Not available
    1. Report
  3. Question: বছরের শুরুতে একটি প্রতিষ্ঠানের মোট সম্পত্তি ৮,২০,০০০ টাকা এবং দায় ২,৫০,০০০ টাকা ছিল। যদি ঐ সম্পত্তি ১,৫০,০০০ টাকা বৃদ্ধি পায় এবং দায় ৮০,০০০ টাকা হ্রাস পায় তবে বছর শেষে মালিকের মূলধন হবে-

    A
    ৬,৪০,০০০ টাকা

    B
    ২,৩০,০০০ টাকা

    C
    ৮,০০,০০০ টাকা

    D
    ৫,৭০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  4. Question: বিক্রয়যোগ্য সিকিউরিটি উদ্ধর্তপত্রে কোন মূল্যে উল্লেখ করা হয়?

    A
    লিখিত মূল্যে

    B
    বাজার ও ক্রয়মূল্যের মধ্যে যেটি কম

    C
    ক্রয়মূল্যে

    D
    বাজারমূল্যে

    Note: Not available
    1. Report
  5. Question: নগদ টাকায় ব্যবসায়ের কাজে ব্যবহারের জন্য মেশিন ক্রয় করা হলে নীচের কোনটি সত্য?

    A
    মোট খরচ বৃদ্ধি পায়

    B
    মোট সম্পত্তি বৃদ্ধি পায়

    C
    মোট মালিকানা স্বত্ব একই থাকে

    D
    মোট দায় হ্রাস পায়

    Note: Not available
    1. Report
  6. Question: প্রারম্ভিক মূলধন টাকা৫৬,৫০০, সমাপনি মূলধন টাকা ৫১,৩৫০ এবং উত্তোরন টাকা ৩,০০০ টাকা হলে-

    A
    ঐ বছরে ক্ষতি হয়েছিল ২,১৫০ টাকা।

    B
    ঐ বছরে লাভ হয়েছিল ২,১৫০ টাকা

    C
    ঐ বছরে ক্ষতি হয়েছিল ৮,১৫০ টাকা

    D
    ঐ বছর লাভ হয়েছিল ৮১৫০ টাকা

    Note: Not available
    1. Report
  7. Question: দু’তরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেন প্রভাবিত করে-

    A
    দুইটি হিসাব খাত

    B
    একটি হিসাব খাতকে দুই দিকে

    C
    একই হিসাবখাত দুই তারিখে

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  8. Question: ব্যবসায়ের উদ্দেশ্য ১০,০০০ টাকার পণ্য ধারে ক্রয় করা হল। এই লেনদেনটি হিসাব সমীকরণকে প্রভাবিত করবে?

    A
    সম্পত্তি ও দায় বৃদ্ধি

    B
    সম্পত্তি ও মালিকানা স্বত্ব বৃদ্ধি

    C
    দায়বৃদ্ধি ও মালিকানা স্বত্ব হ্রাস

    D
    দায় হ্রাস ও মালিকানা স্বত্ব বৃদ্ধি

    Note: Not available
    1. Report
  9. Question: রাইট শেয়ার ইস্যু করা হয়-

    A
    বর্তমান সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্যে

    B
    জনগণের মধ্যে

    C
    পরিচালকদের মধ্যে

    D
    বন্ডহোল্ডারদের মধ্যে

    Note: Not available
    1. Report
  10. Question: কোনটি অস্পর্শনীয় সম্পদ নয়?

    A
    সুনাম

    B
    প্যাটেন্ট

    C
    কপিরাইট

    D
    আসবাবপত্র

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd