Question: জুন ১৩ তারিখে ধারে পন্য বিক্রয় ৭৫০ টাকার। বিক্রয় শর্ত ২/১০, নীট/৩০। জুন ১৬ তারিখে বিক্রয়কৃত ৫০ টাকার পণ্য ফেরত আসে। জুন ২০ তারিখে পূর্ণ পরিশোধিত হিসেবে নগদে গৃহীত হয়:
Question: ২০০২ সালে রোল্যান্ড কার্লসন কোম্পানির নীট বিক্রয় ছিল ৭,৫০,০০০ টাকা। ২০০২ সালের জানুয়ারির ১ তারিখে সন্দেহজনক সঞ্চিতির জের ছিল ১৮,০০০ টাকা। ২০০২ সালে অনাদায়যোগ্য পাওনা হিসেবে অবলোপন করা হয় ৩০,০০০ টাকা। পূর্ব অভিজ্ঞতা হতে দেখা যায় নীট ধারে বিক্রয় ৩% অনাদায়যোগ্য হয়। ২০০২ সালের ডিসেম্বর ৩১ তারিখে সন্দেহজনক সঞ্চিতির সমন্বিত জের হবে কত?
Question: Maggie Sharrer Company তাহার খনি হতে ১,২০,০০,০০০ টাকা মূল্য ২,০০,০০,০০০ টন কয়লা উৎপাদন করতে পারবে বলে প্রত্যাশা করে। যদি ভগ্নাবশেষ মূল্য না থাকে এবং প্রথম বছর ২০,০০,০০,০০০ টন কয়লা বিক্রি করে তা হলে শুন্যকরণ দাখিলায় লিপিবদ্ধ হবে-