বিবিধ প্রসঙ্গ
 
  1. Question: জুন ১৩ তারিখে ধারে পন্য বিক্রয় ৭৫০ টাকার। বিক্রয় শর্ত ২/১০, নীট/৩০। জুন ১৬ তারিখে বিক্রয়কৃত ৫০ টাকার পণ্য ফেরত আসে। জুন ২০ তারিখে পূর্ণ পরিশোধিত হিসেবে নগদে গৃহীত হয়:

    A
    ৭০০ টাকা

    B
    ৬৮০ টাকা

    C
    ৬৮৬ টাকা

    D
    ৬৫০ টাকা

    Note: Not available
    1. Report
  2. Question: নিম্নের কোন বিবরণটি সঠিক?

    A
    নগদ প্রাপ্তি জাবেদায় বিক্রয় বাট্টা কলাম অন্তর্ভুক্ত হয়

    B
    ক্রয় জাবেদায় নগদ এবং ধারে পণ্য ক্রয়ের সকল লেনদেন লিপিবদ্ধ হয়

    C
    নগদ প্রাপ্তি জাবেদায় ধারে বিক্রয় লিপিবদ্ধ হয়

    D
    ক্রেতা কর্তৃক ফেরতকৃত পণ্য বিক্রেতার ক্রয় জবেদায় লিপিবদ্ধ হয়

    Note: Not available
    1. Report
  3. Question: যখন নীট ক্ষতি হয়, তখন আয় সারাংশ হিসাব হয়-

    A
    ডেবিট এবং মালিকের মূলধন হয় ক্রেডিট

    B
    ক্রেডিট এবং মালিকের মূলধন হয় ডেবিট

    C
    ডেবিট এবং মালিকের উত্তোলন হয় ক্রেডিট

    D
    ক্রেডিট ও মালিকের উত্তোলন হয় ডেবিট

    Note: Not available
    1. Report
  4. Question: ২০০২ সালে রোল্যান্ড কার্লসন কোম্পানির নীট বিক্রয় ছিল ৭,৫০,০০০ টাকা। ২০০২ সালের জানুয়ারির ১ তারিখে সন্দেহজনক সঞ্চিতির জের ছিল ১৮,০০০ টাকা। ২০০২ সালে অনাদায়যোগ্য পাওনা হিসেবে অবলোপন করা হয় ৩০,০০০ টাকা। পূর্ব অভিজ্ঞতা হতে দেখা যায় নীট ধারে বিক্রয় ৩% অনাদায়যোগ্য হয়। ২০০২ সালের ডিসেম্বর ৩১ তারিখে সন্দেহজনক সঞ্চিতির সমন্বিত জের হবে কত?

    A
    ১০,০৫০ টাকা

    B
    ১০,৫০০ টাকা

    C
    ২২,৫০০ টাকা

    D
    ৪০,৫০০ টাকা

    Note: Not available
    1. Report
  5. Question: সাধারণভাবে গৃহীত হিসাববিজ্ঞানের নীতিমালা হল:

    A
    এক সেট মান এবং নিয়ম যেগুলো আর্থিক রেকর্ডের সাধারণ নির্দেশনা স্বরূপ চিহ্নিত

    B
    দেশীঢ রাজস্ব সেবা প্রতিষ্ঠান কর্তৃক প্রতিষ্ঠিত

    C
    নৈতিক উভয় সংকট বিশ্লেষণের জন্য ব্যবহৃত নির্দেশনা

    D
    মৌলিক সত্যসমূহ যা বাস্তব আইন হতে প্রাপ্ত

    Note: Not available
    1. Report
  6. Question: ব্যাংক সমন্বয় বিবরণীতে ট্রানজিটে জমা সমূহ যা করতে হয়, তা হল:

    A
    ব্যাংকের বইয়ের জের হতে বাদ

    B
    জমদানকারীর বইয়ের জেরের সাথে যোগ

    C
    জমদানকারীর বইয়ের জের হতে বাদ

    D
    ব্যাংকের বইয়ের জেরের সাথে যোগ

    Note: Not available
    1. Report
  7. Question: হিসাবরক্ষক যখন সন্দেহে থাকেন তখন বিকল্প পদ্ধতির মধ্যে এমন পদ্ধতি প্রয়োগ করেন যে সম্পত্তি ও মুনাফা বেশি দেখানো হয়। এটি হল:

    A
    মিলকরণ নীতি

    B
    বস্তুনিষ্ঠতা

    C
    রক্ষণশীলতা

    D
    আর্থিক মূল্যের একক অনুমান

    Note: Not available
    1. Report
  8. Question: যদি প্রারম্ভিক মজুদ ৬০,০০০ টাকা, ক্রয়কৃত পন্যের ব্যয় ৩,৮০,০০০ টাকা এবং সমাপনী মজুদ ৫০,০০০ টাকা হয়, তবে বিক্রিত দ্রব্যের ব্যয় হল:

    A
    ৩,৯০,০০০ টাকা

    B
    ৩,৩০,০০০ টাকা

    C
    ৩,৭০,০০০ টাকা

    D
    ৪,২০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  9. Question: যখন আনুমানিক অবচয় পরিবর্তন করা হয় তখন-

    A
    পূর্ববর্তী অবচয় সংশোধন করা উচিত

    B
    চলতি এবং ভবিষ্যত বছরগুলোর অবচয় সংশোধন করা উচিত

    C
    শুধু ভবিষ্যত বছরগুলোর অবচয় সংশোধন করা উচিত

    D
    উপরের কোনটিই সঠিক নয়

    Note: Not available
    1. Report
  10. Question: Maggie Sharrer Company তাহার খনি হতে ১,২০,০০,০০০ টাকা মূল্য ২,০০,০০,০০০ টন কয়লা উৎপাদন করতে পারবে বলে প্রত্যাশা করে। যদি ভগ্নাবশেষ মূল্য না থাকে এবং প্রথম বছর ২০,০০,০০,০০০ টন কয়লা বিক্রি করে তা হলে শুন্যকরণ দাখিলায় লিপিবদ্ধ হবে-

    A
    পুঞ্জিভুত অবক্ষয় হিসাব ডেবিট ২০,০০,০০০ টাকা

    B
    অবক্ষয় খরচ হিসাব ক্রেডিট ১২,০০,০০০ টাকা

    C
    অবক্ষয় খরচ হিসাব ডেবিট ১২,০০,০০০ টাকা

    D
    পুঞ্জিভূত অবক্ষয় হিসাব ক্রেডিট ২০,০০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd