বিবিধ প্রসঙ্গ
 
  1. Question: বিক্রয় ৪,০০,০০০ টাকা; বিক্রিত পণ্যের ব্যয় ৩,১০,০০০ টাকা এবং পরিচালন ব্যয় ৬০,০০০ টাকা হলে মোট লাভ কত?

    A
    ৩০,০০০ টাকা

    B
    ৯০,০০০ টাকা

    C
    ৩,৪০,০০০ টাকা

    D
    ৪,০০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  2. Question: কোনটি অতিরিক্ত পরিশোধিত মূলধন অংশে প্রদর্শিত হয় না?

    A
    লিখিত মূল্যের অতিরিক্ত পরিশোধিত মূলধন

    B
    সাধারণ শেয়ার

    C
    নির্দিষ্ট মূল্যের অতিরিক্ত পরিশোধিত মূলধন

    D
    ট্রেজারি স্টক হতে পরিশোধিত মূলধন

    Note: Not available
    1. Report
  3. Question: নিম্নের কোনটি অংশীদারী ব্যবসায়ের বৈশিষ্ট নয়?

    A
    আয়করযোগ্য সত্ত্বা

    B
    সম্পত্তির সহ-মালিকানা

    C
    সমঝোতা প্রতিনিধি

    D
    আইনগত সত্ত্বা

    Note: Not available
    1. Report
  4. Question: পূর্ণ প্রকাশ নীতি নির্দেশ করে:

    A
    আর্থিক বিবরণীতে সকল সমপদ ক্রয়মূল্যে প্রকাশ করা উচিত

    B
    আর্থিক বিবরণীতে শুদু অর্থ দ্বারা পরিমাপযোগ্য ঘটনা সমূহ প্রকাশ করা উচিত

    C
    আর্থিক বিবরণীতে সকল ঘটনা ও পরিস্থিতি সমূহ প্রকাশ করা উচিত যা আর্থিক বিবরণী ব্যবহারকারীর প্রয়োজন হতে পারে

    D
    নিরক্ষকের মতামত প্রকাশের পূর্বে আর্থিক বিবরণী বিশ্বাস করা উচিত নয়

    Note: Not available
    1. Report
  5. Question: শহীদ ৪০ ঘন্টা সপ্হাতের প্রতি ঘণ্টায় ১৪ টাকা করে আয় করে এবং প্রতি ঘন্টা অতিরিক্ত কাজের জন্য ২১ টাকা করে পায়। যদি শহীদ এক সপ্তাহে ৪৫ ঘন্টা কাজ করে তাহলে তার মোট আয় কত?

    A
    ৫৬০ টাকা

    B
    ৬৩০ টাকা

    C
    ৬৫০ টাকা

    D
    ৬৬৫ টাকা

    Note: Not available
    1. Report
  6. Question: সময়কাল ধারণা বর্ণনা করে যে-

    A
    একটি হিসাবকালে অর্জিত আয়কে আয় হিসাবে স্বীকার করতে হবে

    B
    দিনপঞ্জী বছরকে আর্থিক বছর হিসেবে গণ্য করতে হবে

    C
    ব্যবসায়ের আর্থিক জীবনকে কতগুলো নির্দিষ্ট সময়কালে ভাগ করতে হবে

    D
    আয়ের সাথে ব্যয়কে মিল করতে হবে

    Note: Not available
    1. Report
  7. Question: মজুদযোগ্য ব্যয়ের দুইটি উপাদান থাকে। যথা: প্রারম্ভিক মজুদ এবং-

    A
    সমাপনী মজুদ

    B
    ক্রয়কৃত পণ্যের ব্যয়

    C
    বিক্রিত পণ্যের ব্যয

    D
    বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়

    Note: Not available
    1. Report
  8. Question: কোম্পানীর বিক্রয় ১,৫০,০০০ টাকা এবং বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় ১,৩৫,০০০ টাকা। যদি মোট মুনাফার হার ৩০% হয়, তবে সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কত?

    A
    ১৫,০০০ টাকা

    B
    ৩০,০০০ টাকা

    C
    ৩,১০,০০০ টাকা

    D
    ৪,০০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  9. Question: কোনটি একধাপি ও বহুধাপি উভয় আয় বিবরণীতে পাওয়া যায়?

    A
    মজুদ পণ্য

    B
    মোট মুনাফা

    C
    পরিচালন মুনাফ

    D
    বিক্রিত পণ্যের ব্যয়

    Note: Not available
    1. Report
  10. Question: গঞ্জালেজ নির্মাণ কোম্পানী ২০০৩ সালের জানুয়ারী ১ তারিখে একটি দীর্ঘ মেয়াদী নির্মাণ কাজ শুরু করে। কন্ট্রাক্টে প্রত্যাশা করা হয় যে ২০০৩ সালের মধ্যে ২,০০,০০,০০০ টাকা খরচ করে কাজটি শেষ করা হবে। প্রজেক্ট থেকে গঞ্জালেজ ২৪,০০,০০০ টাকা আয় করবে। ২০২ সালে কোম্পানীর সংঘটিত কন্ট্রাক্ট খরচের পরিমাণ ৪০,০০,০০০ টাকা হলে ২০০২ সালে মোট মুনাফা স্বীকার করতে হবে?

    A
    ৮,০০,০০০ টাকা

    B
    ১০,০০,০০০ টাকা

    C
    ২০,০০,০০০ টাকা

    D
    ৪০,০০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd