Question: কোম্পানির ক্ষেত্রে লাভ ক্ষতি বন্টন হিসাবে দেখানো হয় না-
A
অন্তবর্তী লভ্যাংশ
B
প্রস্তাবিত লভ্যাংশ
C
সঞ্চিতিতে স্থানান্তর
D
অ-দাবীকৃত লভ্যাংশ
Note: লভ্যাংশ ঘোষণার পর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত হওয়ার পর যদি কোনো শেয়ার মালিকগণ কোনো লভ্যাংশ দাবি না করে তবে তা অ-দাবিকৃত লভ্যাংশ হিসেবে ধরা হয়। একে উদ্ধর্তপত্রের দায়ের দিকে সঞ্চিতি ও উদ্ধৃত্ত এর অংশ হিসেবে দেখানোর বিধান রয়েছৈ।
Note: কোম্পানীর প্রধান দলিল পরিমেলবন্ধ বা সংঘস্মারক এর অন্তবর্তী প্রধান বিষয়গুলো হল, কোম্পানির নাম, প্রধান কার্যালয়ের ঠিকানা, কারবারের উদ্দেশ্য পরিমেলবন্ধের বিষয় নয়, এটি পরিমেল নিয়মাবলীল বিষয়।
Note: কোম্পানির প্রধান দলিল পেরিমেলবন্ধ বা সংঘস্মারক এর অন্তবর্তী প্রধান বিষয়গুলো হল, কোম্পানির নাম, প্রধান কার্যালয়ের ঠিকানা, কারবারের উদ্দেশ্য পরিমেলবন্ধের বিষয় নয়, এটি পরিমেল নিয়ামবলীর বিষয়।
Question: ১লা অক্টোবর ২০০৯ তারিখে একটি কোম্পানি বার্ষিক ৯% হার সুদে ৪ মাস সময়ের জন্য ১০,০০০ টাকা ঋণ গ্রহণ করে। ৩১ শে ডিসেম্বর ২০০৯ তারিখে প্রস্তুতকৃত এক বছরের লাভ-লোকসান বিবরণীতে সুদের পরিমাণ-
A
২২৫ টাকা
B
৩০০ টাকা
C
৯০০ টাকা
D
৪৫০ টাকা
E
কোনটিই নয়
Note: ১লা অক্টোবর হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় হলো মোট তিন মাস। অতএব বার্ষিক ৯% হারে ১০০০০ টাকার তিন মাসের সুদ এ বছরের লাভ-লোকসান বিবরণীতে দেখাতে হবে-
সুদ=১০০০০x৯%x৩/১২=২২৫ টাকা।