যৌথূ মূলধনী কোম্পাানির আর্থিক বিবরণী
 
  1. Question: উদ্ধর্তপত্রের চীরত দায় হিসেবে প্রদর্শন করা হয়:

    A
    বন্ড

    B
    শেয়ার অডধিহার

    C
    জমাকৃত মুনাফা

    D
    দেয় লভ্যাংশ

    Note: দেয় লভ্যাংশকে উদ্ধর্তপত্রের চলতি দায় হিসেবে প্রদর্শণ করা হয়।
    1. Report
  2. Question: অনুমোদিত মূলধন ৮,০০,০০০ টাকা, অনাদায়ী ১০,০০০ টাকা । ১৫% হারে লভ্যাংশ প্রদান করতে হলে লভ্যাংশের পরিমাণ হবে-

    A
    ১,২০,০০০ টাকা

    B
    ৮২,৫০০ টাকা

    C
    ৮৪,০০০ টাকা

    D
    ৮৫,৫০০ টাকা

    Note: এখানে আদায়কৃত মূলধন=তলবী মূলধন-অনাদায়ী = (৫,৬০,০০০-১০,০০০) = ৫,৫০,০০ টাকা সুতরাং লভ্যাংশের পরিমাণ= ৫,৫০,০০০x১৫%=৮২,৫০০ টাকা
    1. Report
  3. Question: গোপন সঞ্চিতি প্রদর্শন করা হয়-

    A
    উদ্ধর্তপত্রের নীচে পাদঢীকায়

    B
    উদ্ধর্তপত্রের দায় পাশে

    C
    উদ্ধর্তপত্রের সম্পত্তি পাশে

    D
    কোনটিই নয়

    Note: গোপন সঞ্চিতি হিসাব বিবরণীর কোথাও প্রদর্শণ করা হয় না। শুধুমাত্র উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক-ইহা সম্পর্কে জানতে পারে।
    1. Report
  4. Question: কোম্পানির ক্ষেত্রে লাভ ক্ষতি বন্টন হিসাবে দেখানো হয় না-

    A
    অন্তবর্তী লভ্যাংশ

    B
    প্রস্তাবিত লভ্যাংশ

    C
    সঞ্চিতিতে স্থানান্তর

    D
    অ-দাবীকৃত লভ্যাংশ

    Note: লভ্যাংশ ঘোষণার পর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত হওয়ার পর যদি কোনো শেয়ার মালিকগণ কোনো লভ্যাংশ দাবি না করে তবে তা অ-দাবিকৃত লভ্যাংশ হিসেবে ধরা হয়। একে উদ্ধর্তপত্রের দায়ের দিকে সঞ্চিতি ও উদ্ধৃত্ত এর অংশ হিসেবে দেখানোর বিধান রয়েছৈ।
    1. Report
  5. Question: অ-বীমাকৃত পণ্য আগুনে বিনষ্টহলে-

    A
    মোট লাভ হ্রাস পায়

    B
    মোট লাভ বৃদ্ধি পায়

    C
    মোট লাভ অপরিবর্তিত থাকে

    D
    নীট লাভ অপরিবর্তিত থাকে

    Note: পণ্য আগুনে বিনষ্ট (বীমাকৃত/অবীমাকৃত) হলে তা মোট লাভ বা মুনাফায় কোন প্রভাব ফেলে না। অর্থাৎ মোট লাভ অপরিবর্তিত থাকে।
    1. Report
  6. Question: নিচের কোনটি পরিমেলবন্ধের বিষয় নয়-

    A
    কোম্পানির নাম

    B
    কোম্পানির প্রধান কার্যালয়ের ঠিকানা

    C
    কারবারের উদ্দেশ্য

    D
    সভা আহবানের নিয়ম

    E
    মূলধনের পরিমাণ

    Note: কোম্পানীর প্রধান দলিল পরিমেলবন্ধ বা সংঘস্মারক এর অন্তবর্তী প্রধান বিষয়গুলো হল, কোম্পানির নাম, প্রধান কার্যালয়ের ঠিকানা, কারবারের উদ্দেশ্য পরিমেলবন্ধের বিষয় নয়, এটি পরিমেল নিয়মাবলীল বিষয়।
    1. Report
  7. Question: নিচের কোনটি পরিমেলবন্ধের বিষয় নয়-

    A
    কোম্পানীর নাম

    B
    কোম্পানির প্রধান কার্যালয়ের ঠিকানা

    C
    কারবারের উদ্দেশ্য

    D
    সভা আহ্বানের নিয়ম

    E
    মূলধনের পরিমাণ

    Note: কোম্পানির প্রধান দলিল পেরিমেলবন্ধ বা সংঘস্মারক এর অন্তবর্তী প্রধান বিষয়গুলো হল, কোম্পানির নাম, প্রধান কার্যালয়ের ঠিকানা, কারবারের উদ্দেশ্য পরিমেলবন্ধের বিষয় নয়, এটি পরিমেল নিয়ামবলীর বিষয়।
    1. Report
  8. Question: কোম্পানী আইন ১৯৯৪ অনুযায়ী কোনটি আর্থিক বিবরণী নহে?

    A
    ক্রয় ও বিক্রয় বিবরণীর

    B
    রেওয়ামিল

    C
    লাভ-ক্ষতি হিসাব

    D
    উদ্ধর্তপত্র

    E
    নগদ প্রবাহ বিবরণী

    Note: Not available
    1. Report
  9. Question: ১লা অক্টোবর ২০০৯ তারিখে একটি কোম্পানি বার্ষিক ৯% হার সুদে ৪ মাস সময়ের জন্য ১০,০০০ টাকা ঋণ গ্রহণ করে। ৩১ শে ডিসেম্বর ২০০৯ তারিখে প্রস্তুতকৃত এক বছরের লাভ-লোকসান বিবরণীতে সুদের পরিমাণ-

    A
    ২২৫ টাকা

    B
    ৩০০ টাকা

    C
    ৯০০ টাকা

    D
    ৪৫০ টাকা

    E
    কোনটিই নয়

    Note: ১লা অক্টোবর হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় হলো মোট তিন মাস। অতএব বার্ষিক ৯% হারে ১০০০০ টাকার তিন মাসের সুদ এ বছরের লাভ-লোকসান বিবরণীতে দেখাতে হবে- সুদ=১০০০০x৯%x৩/১২=২২৫ টাকা।
    1. Report
  10. Question: নিম্নের কোনটি সংরক্ষিত আয়ের বৃদ্ধি ঘটায়?

    A
    পরিশোধিত লভ্যাংশ

    B
    প্রস্তাবিত লভ্যাংশ

    C
    নীট আয়

    D
    শেয়ার হোল্ডারদের বিনিয়োগ

    E
    ডিবেঞ্চার হোল্ডারদের বিনিয়োগ

    Note: নীট আয়ের কিছু অংশ প্রতি বছর সংরক্ষিত তহবিলে স্থানান্তর করে রাখা হয়, যা কোম্পানীর সংরক্ষিত আয়ের বৃদ্ধি ঘটায়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd