যৌথূ মূলধনী কোম্পাানির আর্থিক বিবরণী
 
  1. Question: বিক্রয়যোগ্য সিকিউরিটিজ উদ্ধর্তপত্রে কোন মূল্যে দেখাতে হবে?

    A
    বাজারমূল্যে

    B
    ক্রয়মূল্যে

    C
    লিখিত মূল্যে

    D
    বাজারমূল্যে ও লিখিত মূল্যের যেটি কম

    Note: IFRS অনুযায়ী ন্যায্য বাজার মূল্য নীতি এর আওতায় বিক্রয়যোগ্য সিকিউরিটিজ বর্তমান বাজার মূল্য তে দেখাতে হবে।
    1. Report
  2. Question: বিক্রয়যোগ্য সিকিউরিটিজ উদ্ধর্তপত্রে কোন মূল্যে দেখাতে হবে?

    A
    বাজারমূল্যে

    B
    ক্রয়মূল্যে

    C
    লিখিত মূল্যে

    D
    বাজারমূল্যে ও লিখিত মূল্যের যেটি কম

    Note: IFRS অনুযায়ী ন্যায্য বাজার মূল্য নীতি এর আওতায় বিক্রয়যোগ্য সিকিউরিটিজ বর্তমান বাজার মূল্য তে দেখাতে হবে।
    1. Report
  3. Question: নিম্নের ঘটনাবলির মধ্যে কোনটি কোম্পানির শেয়ারহোল্ডারদের স্বত্ত্ব কমিয়ে দেয়?

    A
    পূর্বঘোষিত নগদ লভ্যাংশ প্রদান করলে

    B
    ৬% লভ্যাংশ ঘোষনা যা বোনাস শেয়ারের মাধ্যমে প্রদেয় হবে

    C
    লাভ থেকে বিলি করা হবে না এরূপ ১,০০,০০০ টাকা ধরে রাখা

    D
    প্রতিটি অগ্রাধিকার শেয়ারে ১ টাকা হিসাবে নগদ লভ্যাংশ ঘোষণা

    E
    ধরে রাখা মুনাফা থেকে ৫০,০০০ টাকা সাধারণ সঞ্চিতি হিসাবে স্থানান্তর করলে

    Note: প্রশ্নটিতে সঠিক উত্তরের জন্য প্রদত্ত অপশন গুলোর মধ্যে এাকমাত্র (ঘ) এর ঘটনায় কোন কোম্পানির শেয়ার হোল্ডারদের স্বত্ত্ব কমে যায়। কোম্পানির শেয়ার হোল্ডারদের স্বত্ত্ব কমায় এমন সব উপাদানগুলো হল পরিশোধিত মূলধনের হ্রাস, জমাকৃত মুনাফা হ্রাস, কোন প্রকার সঞ্চিতি/তহবিল হ্রাস, আয় হ্রাস ও ব্যয় বৃদ্ধি প্রভৃতি।
    1. Report
  4. Question: কোনটি মালিকানা স্বত্ত্বের অংশ নয়?

    A
    পরিশোধিত মূলধন

    B
    সাধারণ রিজার্ভ

    C
    মূলধন রিজার্ভ

    D
    শেয়ার প্রিমিয়াম

    E
    বন্ড

    Note: যে সমস্ত হিসাব সমূহ সরাসরি প্রতিষ্ঠানের সম্পদের উপর মালিকের দাবী/অধিকারকের কারে তাদেরকে বলা হয় মালিকানা। কোম্পানির মালিকানা স্বত্ত্বের অংশ গুলোর মধ্যে রয়েছে (ক) পরিশোধিত মূলধন, (খ) রিজার্ভ (ঘ) মূলধন সঞ্চিতি রিজার্ভ (ঙ) শেয়ার প্রিমিয়াম/শেয়ার অধিহার ইত্যাদি কিন্তু (গ) বন্ড হচ্ছে এক ধরনের ঋণ বা ঋণপত্র যা কোম্পানির দায়।
    1. Report
  5. Question: একটি কোম্পানির লাভ-ক্ষতি হিসাবের প্রধান সীমাবদ্ধতা হল:

    A
    প্রস্তুত করা অত্যন্ত কঠিন

    B
    অডিট করা অত্যন্ত কঠিন

    C
    এক্রয়াল পদ্ধতিতে করা হয়

    D
    নগদ পদ্ধতিতে করা হয়

    E
    অনেক অনুমান ভিত্তিক হিসাব থেকে

    Note: প্রতি হিসাব বছরের নীট লাভ বা নীট ক্ষতির পরিমাণ জানার জন্য কোম্পানীসমূহ লাভ-ক্ষতি হিসাব প্রস্তুত করে থাকে। এর ডেবিট পাশে খরচ বা ব্যয় জাতীয় হিসাবসমূহ এবং ক্রেডিট পাশে আয় বা লাভ জাতীয় হিসাব সমূহ নিয়ে এদের পার্থক্য হিসেব করে লাভ/ক্ষতি নির্ণয় করা হয়। তবে এর প্রধান সীমাবদ্ধতা হল যে উক্ত হিসাবসমূহের মধ্যে এমন কিছু আইটেম অন্তর্ভুক্ত থাকে যার সম্পূর্ণ সঠিক তথ্য অনেক সময় পাওয়া যায় না। তখন এদেরকে অনুমান ভিত্তিক হিসাব করা হয়ে থাকে।
    1. Report
  6. Question: কোম্পানির উদ্ধর্তপত্রের ছক তৈরির ক্ষেত্রে ‘ফরম-এফ’ এর ব্যবহার কত সালের কোম্পানি আইনে রহিত করা হয়?

    A
    ১৯২৩ সালে

    B
    ১৯৩৪ সালে

    C
    ১৯৭২ সালে

    D
    ১৯৮৪ সালে

    E
    ১৯৯৪ সালে

    Note: ১৯৯৪ সালের কোম্পানী আইন অনুসারে কোম্পানীর উদ্ধর্তপত্রের ছক তৈরিতে ‘ফরম এফ’ এর ব্যবহার রহিত করা হয় এবং তফসিল ‘১১-তে উল্লেখিত ছক অনুসারে এর মূলধন, দায় ও সম্পদ সম্পত্তি সমূহ সাজিয়ে প্রদর্শন করতে হয়।
    1. Report
  7. Question: শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেয়া হলে:

    A
    সম্পত্তিবাড়বে এবং দায় কমবে

    B
    সম্পত্তি কমবে এবং দায় বাড়বে

    C
    সম্পত্তি কমবে এবং শেয়ারহোল্ডারদের স্বত্ব কমবে

    D
    সম্পত্তি কমবে এবং শেয়ারহোল্ডারদের স্বত্ব বাড়বে

    E
    শেয়ারহোল্ডারদের স্বত্বে কোন প্রভাব পড়বে না।

    Note: শেয়ার হোল্ডারদের লভ্যাংশ বাবদ নগদ প্রদান করলে, নগদ বা ব্যাংক নামক সম্পত্তি হ্রাস পাবে এবং প্রদেয় লভ্যাংশ নামক দায় হ্রাস পাবে। সুতরাং শেয়ারহোল্ডারদের স্বত্বে কোন প্রভাব পড়বে না।
    1. Report
  8. Question: নিচের কোনটি আয় বিবরণীতে দেখানো হয় না?

    A
    লাভ ও লোকসানসমূহ

    B
    শেয়ার প্রিমিয়াম

    C
    আয়কর খরচ

    D
    বিক্রয় বাট্টা

    E
    অপরিচালন খাত হতে আয়

    Note: শেয়ার প্রিমিয়াম বা শেয়ার অধিহার আয় বিবরণীতে দেখানো হয় না। এটি কোম্পানীর দায় হিসেবে গণ্য হয় এবং উদ্ধর্তপত্রের দায়ের দিকে দেখানো হয়।
    1. Report
  9. Question: ২০১১ সালে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি. এর সম্পত্তি ৫০,০০০ টাকা কমেছে এবং দায় ৯০,০০০ টাকা কমেছে। এর ফলে মালিকানা স্বত্ব টাকায়:

    A
    ৪০,০০০ বেড়েছে

    B
    ১,৪০,০০০ কমেছে

    C
    ৪০,০০০ কমেছে

    D
    ১,৪০,০০০ বেড়েছে

    E
    অপরিবর্তিত রয়েছে

    Note: কোনো প্রতিষ্ঠানের সম্পত্তির পরিমাণ কমে গেলে মালিকানা স্বত্ব কমে যায়। অন্যদিকে দায় কমে গেলে মালিকানা স্বত্ব বেড়ে যায়। ফলে সম্পত্তি ৫০,০০০ টাকা কমে যাওয়া এবং দায় ৯০,০০০ টাকা কমে যাওয়ায় ২০১১ সালে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি: এর মালিকানা স্বত্ব (৯০,০০০-৫০,০০০)=৪০,০০০ টাকা বেড়ে গেছে।
    1. Report
  10. Question: টাইটান কোম্পানির সমাপনী মজুদ পণ্য ৪,০০০ টাকা কম দেখানো হয়েছে। বর্তমান হিসাব বছরের বিক্রিত পণ্যের ব্যয় এবং নীট আয়ের উপর এই ভুলের প্রভাব যথাক্রমে:

    A
    কম প্রদর্শিত হবে, বেশি প্রদর্শিত হবে

    B
    কম প্রদর্শিত হবে, কম প্রদর্শিত হবে

    C
    বেশি প্রদর্শিত হবে,কম প্রদর্শিত হবে

    D
    বেশি প্রদর্শিত হবে, বেশি প্রদর্শিত হবে

    E
    বেশে প্রদর্শিত হবে, শূণ্য

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd