যৌথূ মূলধনী কোম্পাানির আর্থিক বিবরণী
 
  1. Question: প্রারম্ভিক আসবাবপত্র ৩০,০০০ টাকা, সমাপনী আসবাবপত্র ৪০,০০০ টাকা ও চলতি অবচয় ১০,০০০ টাকা। আসবাবপত্র ক্রয়ের পরিমাণ-

    A
    ৩০,০০০ টাকা

    B
    ২০,০০০ টাকা

    C
    ১০,০০০ টাকা

    D
    ৪০,০০০ টাকা

    Note: এখানে আসবাবপত্র ক্রয়ের পরিমাণ = সমাপনি আসবাবপত্র+চলতি অবচয়-প্রারম্ভিক আসবাবপত্র (৪০,০০০+১০,০০০-৩০,০০০) টাকা=২০,০০০ টাকা।
    1. Report
  2. Question: কোনটি প্রতিষ্ঠানের জন্য সুখবর নয়?

    A
    সুনাম বৃদ্ধি

    B
    নীট মুনাফা বৃদ্ধি

    C
    শেয়ার প্রতি আয় বৃদ্ধি

    D
    শেয়ার প্রতি সম্পদ বৃদ্ধি

    Note: শেয়ার প্রতি আয় বৃদ্ধি একটি প্রতিষ্ঠানের জন্য সুখবর নয়।
    1. Report
  3. Question: আয়কর ফেরত কোন হিসাবে বসে?

    A
    উদ্ধর্ত পত্রে

    B
    ক্রয় বিক্রয় হিসাব

    C
    লাভ লোকসান হিসাব

    D
    কোনটিই নয়

    Note: আয়কর ফেরত লাভ-লোকসান আবণ্টন হিসাবে বসে।
    1. Report
  4. Question: কোন ক্রমানুযায়ী চলতি সম্পত্তি লিপিবদ্ধ করা হয়?

    A
    মজুদ, দেনাদার, নগদ ও ব্যাংক

    B
    দেনাদার, মজুদ, ব্যাংক ও নগদ

    C
    নগদ, ব্যাংক, দেনাদার, মজুদ

    D
    মজুদ, দেনাদার, ব্যাংক ও নগদ

    Note: চলতি সম্পত্তি সাজানোর নিয়ম হলো-নগদ, ব্যাংক দেনাদার বা প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, মজুদপণ্য, অসমন্বিত খরচ
    1. Report
  5. Question: সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন হয়েছে ১,৪০,০০০ টাকা। এরপর মুহুর্তে উক্ত পণ্যের ১০% আগুন লেগে পুড়ে গেছে এবং বীমা কোম্পানি ৮০% ক্ষতিপূরণে সম্মত হয়েছে। উদ্ধর্তপত্রে সমাপনী মুজদ কত হবে?

    A
    ১,২৪,০০০ টাকা

    B
    ১,২৫,০০০ টাকা

    C
    ১,২৬,০০০ টাকা

    D
    ১,২৮,০০০ টাকা

    Note: উদ্ধর্তপত্রে সামপনী মজুদ পণ্য হতে আগুনে বিনষ্ট পণ্য বিয়োগ করে দেখানো হবে। সুতরাং সমাপনী মজুদ পণ্য =১,৪০,০০০-(১,৪০,০০০x১০%)=১,২৬,০০০ টাকা
    1. Report
  6. Question: সাধারণ শেয়ার মূলধন ১০০,০০০ টাকা, নীট ক্ষতি ২০,০০০ টাকা, সুদ ৩,০০০ টাকা, লাভক্ষতি বণ্টনে হিসাবের ক্রেডিট জের ৭০,০০০ টাকা, শেয়ার প্রিমিয়াম ৬,০০০ টাকা হলে কোম্পানীর ইকুইটির পরিমাণ হবে-

    A
    ১, ৭৮,০০০ টাকা

    B
    ১,৭৬,০০০ টাকা

    C
    ১,৮১,০০০ টাকা

    D
    ১,৭৯,০০০ টাকা

    Note: এখানে, কোম্পানির ইকুইটির পরিমাণ =শেয়ারমূলধন+লাভ-ক্ষতি বণ্টন হিসাবের ক্রেডিট জের+শেয়ার পিমিয়াম = ১,০০,০০০+৭০,০০০+৬,০০০)=১,৭৬,০০০ টাকা
    1. Report
  7. Question: ১লা নভেম্বর ২০০৯ একটি কোম্পানির পরিচালনা পর্ষদ লভাংশ ঘোষণা করল। ১লা ডিসেম্বর ২০০৯ সালে উক্ত লভ্যাংশ বিতরণ করা হলে, ১লা ডিসেম্বরে-

    A
    নীট লাভ কমবে

    B
    মালিকানাস্বত্ব কমবে

    C
    নীট লাভ মালিকানাস্বত্ব দুইই কমবে

    D
    দায় ও সম্পত্তি কমবে

    Note: যে তারিখ লভাংশ ঘোষণা করে উক্ত তারিখে ঘোষণাকৃত লভাংশ বিতরণ করার পূর্ব পর্যন্ত কোম্পানীর দায় হিসেবে গণ্য করা হয়। উক্ত লভ্যাংশ যখন নগদে পরিশোধ কা হবে তখন ঘোষণাকৃত লভাংশ নামক দায় এবং নগদ নামক সম্পত্তি হ্রাস পাবে।
    1. Report
  8. Question: ১লা নভেম্বর ২০০৯ একটি কোম্পানির পরিচালনা পর্ষদ লভাংশ ঘোষণা করল। ১লা ডিসেম্বর ২০০৯ সালে উক্ত লভ্যাংশ বিতরণ করা হলে, ১লা ডিসেম্বরে-

    A
    নীট লাভ কমবে

    B
    মালিকানাস্বত্ব কমবে

    C
    নীট লাভ মালিকানাস্বত্ব দুইই কমবে

    D
    দায় ও সম্পত্তি কমবে

    Note: যে তারিখ লভাংশ ঘোষণা করে উক্ত তারিখে ঘোষণাকৃত লভাংশ বিতরণ করার পূর্ব পর্যন্ত কোম্পানীর দায় হিসেবে গণ্য করা হয়। উক্ত লভ্যাংশ যখন নগদে পরিশোধ কা হবে তখন ঘোষণাকৃত লভাংশ নামক দায় এবং নগদ নামক সম্পত্তি হ্রাস পাবে।
    1. Report
  9. Question: সাধারণ শেয়ার মূলধন ৫০০,০০০ টাকা, নীট লাভ ১০০,০০০ টাকা, লাভক্ষতি বণ্টন হিসাবে সমাপনী ক্রেডিট জের ৩০০,০০০ টাকা, শেয়ার ডিসকাউন্ট ৬৫,০০০ টাকা হল ইকুইটির সমাপনী জরে হবে-

    A
    ৮৬৫,০০০ টাকা

    B
    ৭৩৫,০০০ টাকা

    C
    ৮৩৫,০০০ টাকা

    D
    ৫৩৫,০০০ টাকা

    Note: এখানেঃ ইকুইটির সমাপনীজের=সাধারণ শেয়ার মূলধন+লাভ-ক্ষতি বণ্টন হিসাবের সমাপনীজে-শেয়ার ডিসকাউন্ট =(৫০,০০০০০+৩,০০০০০-৬৫,০০০)=৭,৩৫,০০০ টাকা।
    1. Report
  10. Question: একটি কোম্পানী নীট মুনাফা ১৬,৬০০ টাকা, ৮% অগ্রাধিকার শেয়ারের সংখ্যা ২০,০০০ টি প্রতিটি ১ টাকার। ৫০,০০০ সাধারণ শেয়ার প্রতিটি ১ টাকার। ৫০,০০০ সাধারণ শেয়ার প্রতিটি ১ টাকার ৫০০০ টকা সাধারণ তহবিলে স্থানান্তর করা হল। বাকী অর্থসাধারণ শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ হিসাবে বন্টন করা হলে, লভ্যাংশের করা হবে?

    A
    ২০%

    B
    ১০%

    C
    ২৫%

    D
    ৪০%

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd