যৌথ মূলধনী কোম্পানির মূলধন
 
  1. Question: শেয়ার অধিহার কোম্পানির একটি-

    A
    মূলধন জাতীয় ক্ষতি

    B
    মূলধন জাতীয় আয়

    C
    মুনাফা জাতীয় ক্ষতি

    D
    মুনাফা জাতীয় আয়

    Note: Not available
    1. Report
  2. Question: আইনসৃষ্ট ও সম্মিলিত মূলধনপুস্ট, কৃত্রিম ব্যক্তিসত্তা ও চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠানকে ---বলে।

    A
    অংশীদারী কারবার

    B
    যৌথ মূলধনি কোম্পানি

    C
    চলতি সম্পত্তি

    D
    অস্পর্শনীয় সম্পত্তি

    Note: Not available
    1. Report
  3. Question: কোম্পানী আইনের ৩০ ধারা অনুসারে শেয়ার-হিসাবে গণ্য হয়।

    A
    স্থায়ী সম্পত্তি

    B
    অস্থাবর সম্পত্তি

    C
    চলতি সম্পত্তি

    D
    অস্পর্শনীয় সম্পত্তি

    Note: Not available
    1. Report
  4. Question: যে ঋণপত্রের নির্দিষ্ট মেয়াদ শেষে ঋণ পরিশোধের প্রতিশ্রুতি থাকে তাকে বলে-

    A
    বন্ধকি ঋণপত্র

    B
    পরিশোধ্য ঋণপত্র

    C
    নিবন্ধিত ঋণপত্র

    D
    অপরিবর্তনযোগ্য ঋণপত্র

    Note: Not available
    1. Report
  5. Question: অপরিশোধ্য অগ্রাধিকার শেয়ারের মূল্য ফেরত দেয়া হয়-

    A
    একটি নির্দিষ্ট সময় পরে

    B
    ৫ বছর পর

    C
    বিলোপসাধনের পূর্বে

    D
    বিলোপ সাধনের পরে

    Note: Not available
    1. Report
  6. Question: বিলম্বিত দাবিযুক্ত শেয়ার সাধারণত কাদের মধ্যে বিলি করা হয়?

    A
    উদ্যোক্তাদের মধ্যে

    B
    পরিচালকদের মধ্যে

    C
    ব্যবস্থাপকদের মধ্যে

    D
    কর্মকর্তা-কমচরীদের মধ্যে

    Note: Not available
    1. Report
  7. Question: শেয়ার বিক্রি করা কোম্পানির জন্য-

    A
    বাধ্যতামূলক

    B
    বাধ্যতামূরক নয়

    C
    জরুরি

    D
    অতি জরুরি

    Note: Not available
    1. Report
  8. Question: ঋণপত্র বিক্রি কোম্পানির জন্য-

    A
    বাধ্যতামূলক

    B
    বাধ্যতামূলক নয়

    C
    জরুরী

    D
    অতি জরুরি

    Note: Not available
    1. Report
  9. Question: প্রাইভেট লিমিটেড কোম্পানি ঋণপত্র-

    A
    ইস্যু করতে পারে

    B
    ইস্যু করতে পারে না

    C
    ক্ষেত্রবিশেষ ইস্যু করতে পারে

    D
    আংশিক ইস্যু করতে পারে

    Note: Not available
    1. Report
  10. Question: কোন মূলধন আর্থিক অবস্থার বিবরণীতে বা উদ্ধর্তপত্রে প্রদর্শন করা হয় না?

    A
    তলবকৃত মূলধন

    B
    পরিশোধিত মূলধন

    C
    অনাদায়ী তলবি মূলধন

    D
    অতলবি মূলধন

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd