যৌথ মূলধনী কোম্পানির মূলধন
 
  1. Question: ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুসারে পাবলিক লিমিটেড কোম্পানিকে কার্যারম্ভের অনুপতিপত্র সংগ্রহ ও শেয়ার বিলির পূর্বে বাধ্যতামূলকভাবে কোন মূলধন সংগ্রহের প্রয়োজন পড়ে?

    A
    পরিশোধিত মূলধন

    B
    সংরক্ষিত মূলধন

    C
    নূন্যতম মূলধন

    D
    অতলবি মূলধন

    Note: Not available
    1. Report
  2. Question: উদ্ধর্তপত্রের দায়ের দিকে সঞ্চিতি এবং উদ্ধৃত্তের অধীনে দেখানো হয়-

    A
    পরিশোধিত মূলধন

    B
    সংরক্ষিত মূলধন

    C
    মূলধন সঞ্চিতিকে

    D
    সংরক্ষিত মূলধনকে

    Note: Not available
    1. Report
  3. Question: যখন শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধন হিসাবে স্থানান্তরিত হয় তখন জাবেদা হব-

    A
    ব্যাক হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট

    B
    ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট

    C
    শেয়ার আবেদন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট

    D
    শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট

    Note: Not available
    1. Report
  4. Question: অবলেখকের কমিশন লিপিবদ্ধ করা হলে, জাবেদা হবে-

    A
    অবলেখকের কমিশনের হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট

    B
    ব্যাংক হিসাব ডেবিট অবলেখকের কমিশন হিসাব ক্রেডিট

    C
    কমিশন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট

    D
    কমিশন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট

    Note: Not available
    1. Report
  5. Question: রাইট শেয়ার ইস্যু করা হয়-

    A
    বর্তমান সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্যে

    B
    শেয়ারহোল্ডারদের ছাড়া অন্যান্য জনসাধরণের মধ্য

    C
    কোম্পানির পরিচালকদের মধ্যে

    D
    বন্ডহোল্ডারদের বা ঋণপত্রের মালিকদের মধ্যে

    Note: Not available
    1. Report
  6. Question: কোম্পানি নামে এক প্রকার ব্যবসায় প্রতিষ্ঠান চালু হয়-

    A
    ১৭৫০ সালে

    B
    ১৮৫১ সালে

    C
    ১৮৬০ সালে

    D
    ১৯৫০ সালে

    E
    ১৮৫০ সালে

    Note: Not available
    1. Report
  7. Question: যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য নয় কোনটি?

    A
    চিরন্তন অস্তিত্ব

    B
    অসীম দায়

    C
    নিবন্ধন বাধ্যতামূলক

    D
    স্বেচ্ছামূলক সংস্থা

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  8. Question: কোন কোম্পানির কমপক্ষে কত % শেয়ার মালিকানা সরকারের থাকলে উক্ত কোম্পানি সরকারী কোম্পানি বলে গণ্য হবে-

    A
    ৫৮%

    B
    ৪৫%

    C
    ৫১ %

    D
    ৮০%

    E
    ২১%

    Note: Not available
    1. Report
  9. Question: নিম্নের কোনটি কোম্পানির সংঘবিধিতে পাওয়া যায়-

    A
    কোম্পানির নাম

    B
    মূলধনের পরিমাণ

    C
    ব্যবসায়ের আওতা

    D
    ঠিকানা

    E
    কোম্পানি বিলোপ সাধনের নিয়ম

    Note: Not available
    1. Report
  10. Question: কোম্পানি মূলধনের অসমমূল্যের অংশ বিশেষকে বলা হয়-

    A
    স্টক

    B
    শেয়ার

    C
    সঞ্চয়ী শেয়ার

    D
    স্ট্রক

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd