যৌথ মূলধনী কোম্পানির মূলধন
 
  1. Question: কোম্পানী আইনের টেবিল ‘এ’ অনুযায়ী বকেয়া তলবের উপর বার্ষিক শতকরা কত হারে সুদ ধার্য করতে হয়>

    A
    ৬%

    B
    ৬.৫%

    C
    ৫%

    D
    ৫.৫%

    Note: Not available
    1. Report
  2. Question: লিখিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে শেয়ার ইস্যু করা হলে তাকে বলা হয়-

    A
    অবহার

    B
    অতিরিক্ত চাঁদা

    C
    অধিকার

    D
    ক ও গ

    Note: কোম্পানির শেয়ার বিলির সময় শেয়ারের লিখিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে শেয়ার ইস্যুকরা হলে উক্ত অধিক বা অতিরিক্ত মূল্যকে শেয়ার প্রিমিয়াম বা শেয়ার অধিহার বলা হয়।
    1. Report
  3. Question: শেয়ার বিক্রির মাধ্যমে কারবারের-

    A
    লভ্যাংশ বৃদ্ধি পায়

    B
    দায় বৃদ্ধি পায়

    C
    মূলধন বৃদ্ধি পায়

    D
    কোনটিই নয়

    Note: যৌথমূলধনী কোম্পানি বাজারে শেয়ার বিক্রী করে তাদের মূলধন সংগ্রহ করে। সুতরাং শেয়ার বিক্রী করলে মূলধন বৃদ্ধি পায়।
    1. Report
  4. Question: অবহারে শেয়ার বন্টন:

    A
    মূলধন জাতীয় লোকসান

    B
    মুনাফা জাতীয লোকসান

    C
    বিলম্বিত মুনাফা জাতীয় লোকসান

    D
    বিলম্বিত মূলধন জাতীয় লোকসান

    Note: শেয়ারের লিখিত মূল্য অপেক্ষা যে কম মূল্য শেয়ার ইস্যু করা হয় তাই অবহার। এজন্য অবহারে শেয়ার বন্টনকে মূলধন জাতয় লোকসান হিসেবে ধরা হয়।
    1. Report
  5. Question: প্রতিটি ১০০ টাকা মূল্যে ২,০০০ টি শেয়ারের বিক্রয় মূল্য ২,১০,০০০ টাকা, অন্য দিকে, ৩,০০০ টি শেয়ারের বিক্রয় মূল্য ১,৯৫,০০০ টাকা। শেয়ার প্রিমিয়াম এবং বাট্টার পরিমাণ কত ?

    A
    ১০,০০০ টাকা এবং ৫,০০০ টাকা

    B
    ৫,০০০ টাকা এবং ১০,০০০ টাকা

    C
    ১৫,০০০ টাকা এবং ১০,০০০ টাকা

    D
    কোনটি নয়

    Note: শেয়ার প্রিমিয়াম=শেয়ারের বিক্রয়মূল্য-লিখিতমূল্য =(২,১০,০০০০-২,০০,০০০)=১০,০০০ টাকা শেয়ার বাট্টা ={(৩,০০০x১০০)-২,৯৫,০০০}=৫,০০০ টাকা লিখিত মূল্য=২,০০০ টি শেয়ার x ১০০ টাকা=২,০০,০০০ টাকা
    1. Report
  6. Question: শুধুমাত্র লাভ হলে লভ্যাংশ পায়, লাভ না হলে পরবর্তীতে লভ্যাংশ দাবী করা যায় না-উহা:

    A
    সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার

    B
    অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার

    C
    অংশগ্রহণবিহীন অগ্রাধিকার শেয়ার

    D
    আংশিক অংশগ্রহন অগ্রাধিকার শেয়ার

    Note: অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার মালিকগণ শুধুমাত্র কারবারে মুনাফা হলেই লভ্যাংশ পান, মুনাফা না হলে তারা লভ্যাংশ দাবি করতে পারে না।
    1. Report
  7. Question: কোম্পানী আইন অনুযায়ী শেয়ার অধিহার হিসাবের সঞ্চিতি অর্থ ব্যয় করা যায়:

    A
    প্রাথমিক খরচ অবলোপন

    B
    সুনাম অবলোপন

    C
    অবলেখন দস্তরী অবলোপন

    D
    সবগুলি হিসাবে

    Note: বিভিন্ন ধরনের অলীক সম্পত্তি যেমন-প্রাথমিক খরচ, সুনাম, অবলেখন দস্তুরী প্রভৃতি অবলোপন করার জন্য শেয়ার অধিহারের সঞ্চিতি অর্থ ব্যয় করা হয়-
    1. Report
  8. Question: রাইট শেয়ার ইস্যু করা হয়-

    A
    বর্তমান সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্যে

    B
    জনগণের মধ্যে

    C
    পরিচালকদের মধ্যে

    D
    বন্ডহোল্ডারদের মধ্যে

    Note: কোম্পানি তার বর্তমান শেয়ারহোল্ডারদের মধ্যে রাইট শেয়ার ইস্যু করে।
    1. Report
  9. Question: নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়-

    A
    সাধারণ শেয়ার হোল্ডার

    B
    অগ্রাধিকার শেয়ার হোল্ডার

    C
    উদ্যোক্তা শেয়ার হোল্ডার

    D
    বন্ড হোল্ডার

    Note: যে সমস্ত শেয়ারের মালিকগণ নির্দিষ্ট হারে লভ্যাংশ ভোগ করে এবং মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পায়, সে সমস্ত শেয়ারকে বলা হয় অগ্রাধিকার শেয়ার।
    1. Report
  10. Question: মালিকানা স্বত্ত্বাধিকার বলতে বুঝায়-

    A
    শুধু মূলধন

    B
    দায়

    C
    মূলধন ও অবণ্টিত লাভ

    D
    সম্পত্তি

    Note: এখানে, মালিকানা স্বত্বাধিকার বলতে মূলধন ও আবণ্টিত মুনাফা বলতে কি বুঝায়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd