যৌথ মূলধনী কোম্পানির মূলধন
 
  1. Question: কোন কোন বছরে লোকসান হলেও যে অগ্রাধিকার শেয়ারের উপর লভ্যাংশ পরবর্তী বছরের লাভ হলে পাওয়া যায় সেই অগ্রাধিকার শেয়ারের নাম-

    A
    প্রতিশ্রুতি অগ্রাধিকার শেয়ার

    B
    সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার

    C
    ভাগিদারী অগ্রাধিকার শেয়ার

    D
    পরিশোধ্য অগ্রাধিকার শেয়ার

    Note: যদি কোন অর্থ বছরে অপর্যাপ্ত মুনাফা বা লোকসান হয় তবে সকল শেয়ারের উপর লভ্যাংশ পরবর্তী বছরে পূর্ববর্তী লভ্যাংশ সঞ্চিতি থাকে বা প্রদান করা হয় তাকে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার বলে।
    1. Report
  2. Question: শেয়ার বিক্রয় করে কোম্পানি সর্বোচ্চ যে পরিমাণ মূলধন সংগ্রহ করতে পারে তাকে বলে-

    A
    ইস্যুকৃত মূলধন

    B
    অনুমোদিত মূলধন

    C
    সংরক্ষিত মূলধন

    D
    অগ্রাধিকার শেয়ার

    Note: স্মারকলিপিতে যে পরিমাণ মূলধন নিয়ে কোম্পানি নিবন্ধিত হয় অথবা শেয়ার বিক্রয় করে সর্বোচ্চ যে পরিমাণ অর্থ কোম্পানি সংগ্রহ করতে পারে তাকে বলে (খ) অনুমোদিত মূলধন।
    1. Report
  3. Question: নগদ অর্থ ভিন্ন অন্য কোন প্রতিদানের বিনিময়ে যে শেয়ার মূলধন বিলি করা হয় তার নাম-

    A
    সংরক্ষিত মূলধন

    B
    ওয়াটার্ড মূলধন

    C
    অনাদায়ী মূলধন

    D
    অতলবী মূলধন

    Note: মোট বিলিকৃত মূলধনের যে অংশ কোম্পানি বিলোপ সাধনের আগ পর্যন্ত বা বিশেষ কোন প্রয়োজন ছাড়া তলব করা হয় না তাকে (ক) সংরক্ষিত মূলধন বলে। তলবকৃত মূলধনের যে অংশ কখনও পাওয়া যাবে না বা শেয়ার মালিক যথা সময়ে পরিশোধ করতে ব্যর্থ হলে তাকে (গ) অনাদায়ী মূলধন বলে। বিলিকৃত মূলধনের যে অংশ একনও তলব করা হয় নাই তাকে (ঘ) অতলবী মূলধন বলে। আর নগদ অর্থ ভিন্ন অন্য কোন প্রতিদান বা সম্পদের বিনিময়ে যে শেয়ার মূলধন বিলি করা হয় তাকে (খ) ওয়াটার্ড মূলধন বলে।
    1. Report
  4. Question: শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করার জন্য প্রয়েঅজনীয় জাবেদা কোনটি?

    A
    শেয়ার আবেদন হিসাব ডেঃ টু ব্যাংক হিসাব

    B
    শেয়ার আবেদন হিসাব ডেডিট টু শেয়ার মূলধন হিসাব

    C
    শেয়ার মূলধন হিসাব ডেবিট টু শেয়ার আবেদন হিসাব

    D
    কোনটিই নয়

    Note: যখন শেয়ার আবেদনের টাকা পাওয়া যায় তখন জাবেদা দাখিলা দেওয়া হয়- ব্যাংক/নগদান হিসাব ডেবিট টু শেয়ার আবেদন হিসাব আর যখন শেয়ার আবেদনের টাকা মূলধন হিসাবে স্থানান্তর করা হয় তখন, শেয়ার মূলধনের পরিমাণ বৃদ্ধি পায় আর মূলধন বৃদ্ধি পেলে মূলধনকে ক্রেডিট করতে হয়। এবং শেয়ার আবেদনের হতে টাকা স্থানান্তর করা হয় বলে এক ডেবিট করতে হয়। অর্থাৎ জাবেদাটি হল-শেয়ার আবেদন হিসাব ডেবিট টু শেয়ার মূলধন হিসাব
    1. Report
  5. Question: শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করার জন্য প্রয়োজন জাবেদা কোনটি?

    A
    শেয়ার আবেদন হিসাব ডেবিট টু ব্যাংক হিসাব

    B
    শেয়ার আবেদন হিসাব ডেবিট টু শেয়ার মূলধন হিসাব

    C
    শেয়ার মূলধন হিসাব ডেবিট টু শেয়ার আবেদন হিসাব

    D
    কোনটিই নয়

    Note: যখন শেয়ার আবেদনের টাকা পাওয়া যায় তখন জাবেদা দাখিলা দেওয়া হয়- ব্যাংক /নগদান হিসাব ডেবিট টু শেয়ার আবেদন হিসাব আর যখন শেয়ার আবেদনের টাকা মূলধন হিসাবে স্থানান্তর করা হয় তখন, শেয়ার মূলধনের পরিমাণ বৃদ্ধি পায় আর মূলধন বৃদ্ধি পেলে মূলধনকে ক্রেডিট করতে হয়। এবং শেয়ার আবেদনের হতে টাকা স্থানান্তর করা হয় বলে একে ডেবিট করতে হয়। অর্থাৎ জাবেদাটি হল-শেয়ার আবেদন হিসাব ডেবিট টু শেয়ার মূলধন হিসাব।
    1. Report
  6. Question: প্রথম তলবে শেয়ার প্রতি 5 টাকা হিসাবে ১,০০০ শেয়ারের প্রথম তলব পরিশোধ করতে বলা হল। সঠিক জাবেদা কোনটি?

    A
    শেয়ার প্রথম তলব হিসাব ডেবিট ৫,০০০ টু শেয়ার বিলিকরণ হিসাব ৫,০০০

    B
    শেয়ার বিলিকরণ হিসাব ডেবিট টু শেয়ার প্রথম তলব হিসাব ৫,০০০

    C
    শেয়ার প্রথম তলব হিসাব ডেবিট ৫,০০০ টু শেয়ার মূলধন হিসাব ৫,০০০

    D
    কোনটিই নয়

    Note: শেয়ার প্রতি ৫ টাকা করে ১,০০০ শেয়ারের মূল্য হবে (১,০০০x৫) টাকা=৫,০০০ টাকা। শেয়ারের প্রথম তলবের টাকা/মূল্য পরিশোধ করতে বলা হয়েছে। ফলে, এখন পর্যন্ত শেয়ারের ১ম তলবের টাকা পাওয়া যায় নাই সুতরাং শেয়ার প্রথম তলব হিসাবকে ডেবিট করতে হবে। এবং প্রথম তলববাদ মূলধন বৃদ্ধি পাওয়ায় মূলধনকে ক্রেডিট করতে হবে। অর্থাৎ জাবেদাটি হবে-শেয়ার প্রথম তলব হিসাব ডেবিট ৫,০০০ টাকা টু শেয়ার মূলধন হিসাব ৫,০০০ টাকা।
    1. Report
  7. Question: শেয়ার বাজেয়াপ্তকরণের উদ্ধৃত্ত অর্থ দিয়ে শেয়ার অবহার অবলোপন করা হলে জাবেদা হবে-

    A
    শেয়ার হিসাব ডেবিট টু শেয়ার অবহার হিসাব

    B
    শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাব ডেঃ টু শেয়ার অবহার হিসাব

    C
    শেয়ার অবহার হিসাব ডেবিট টু শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাব

    D
    শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাব ডেবিট টু শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাব

    Note: সাধারণত শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাবের ক্রেডিট উদ্ধৃত্ত থাকে আর শেয়ার অবহার হিসাবের ডেবিট উদ্ধৃত্ত থাকে। সুতরাং শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাবের উদ্ধৃত্ত দিয়ে শেয়ার অবহার অবলোপন করতে হলে শেয়ার বাজেয়াপ্তকরণের উদ্ধৃত্তকে কমাতে হবে অর্থাৎ শেয়ার বাজেয়াপ্তকরণের উদ্ধৃত্তকে ডেবিট করতে হবে এবং অবহারকে কমাতে হবে অর্থাৎ শেয়ার অবহারকে ক্রেডিট করতে হবে। সুতরাং জাবেদাটি হল-শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাব ডেবিট টু শেয়ার অবহার হিসাব।
    1. Report
  8. Question: কোনটি স্টকের বৈশিষ্ট্য নয়?

    A
    স্টক অবাধে হস্তান্তর করা চলে না

    B
    কোম্পানি গঠনের সময় স্টক বিলি করা হয়

    C
    স্টকে ক্রমিক নম্বর থাকে না

    D
    স্টকের কোন অভিহিত মূল্য থাকে না।

    Note: স্টক হল মূলধনের সময় মূল্যের খন্ডবিশেষ/ক্ষুদ্রতম অংশ যার কোন (গ) ক্রমিক নম্বর থকে না, যার (ঘ) কোন অভিহিত মূল্য থাকে না, যেকোন মূল্যের হতে পারে তবে শেয়ার মূল্য অপেক্ষা কম যা (ক) অবাধে হস্তান্তর করা যায়। ‍ সুতরাং একমাত্র (ক) স্টক অবাধে হস্তান্তর করা চলে না অপশন টি বৈশিষ্ট্য য়।
    1. Report
  9. Question: ক লি: ৩০,০০০ শেয়ার প্রতিটি ১০০ টাকা মূলে ইস্যু করল। কিন্তু ক লি: ৩০,৫০০ টি আবেদন পত্র পেল। আবেদনে ২৫ টাকা, আবণ্টনে ২৫ টাকা, প্রথম তলব ৩০ টাকা এবং চুড়ান্ত তলবে ২০ টাকা প্রদেয়। অতিরিক্ত আবেদন পত্রের প্রাপ্ত অর্থ আবণ্টনে সমন্বয় করা হল। আবণ্টনে কত টাকা কোম্পানি পাবে?

    A
    ৭,৩৭,৫০০০

    B
    ৭,৫০,০০০

    C
    ৭,৬২,৫০০

    D
    কোনটিই নয়

    Note: উক্ত কোম্পানির আবণ্টনে প্রাপ্ত টাকার পরিমাণ হবে=(শেয়ার সংখ্যাxআবণ্টনমূল্য)-আবেদনে অগ্রীম প্রাপ্ত টাকা =(৩০,০০০x২৫)-(৫০০-২৫)=৭,৫০,০০,০০০-১২,৫০০) টাকা = ৭,৩৭,৫০০০ টাকা।
    1. Report
  10. Question: Rafi Co Ltd. এর প্রতিটি শেয়ার ১০০ টাকা করে ২০,০০০ শেয়ারের মূল্য তলব করে তলবে শেয়ার প্রতি ৫০ টাকা (অবহার ব্যতীত) করে চাওয়া হয়। শেয়ার প্রতি ৫ টাকা অবহার এবং তলবেই তা হিসাবভুক্ত করা হয়। যখন তলবের টাকা নগদ পাওয়া যাবে তখন জাবেদা হবে-

    A
    ব্যাংক/নগদান হিসাব ডেবিট ১০,০০,০০০ শেয়ার তলব হিসাব ১০,০০,০০০

    B
    শেয়ার তলব হিসাব ডেবিট ১০,০০,০০০ মূলধন হিসাব ১০,০০,০০০

    C
    ব্যাংক/নগদার হিসাব ডেবিট ৯,০০,০০০ শেয়ার মূলধন ৯,০০,০০০

    D
    কোনটিই নয়

    Note: তলবে অবহার থাকলে তলবের টাকা যখন পাওয়া যাবে তখন অবহার ব্যতিত বাকী টাকা পাওয়া যাবে এবং উক্ত টাকার জন্য জাবেদা দিতে হবে। এখানে, তলবে টাকার পরিমাণ ৫০ এবং শেয়ার সংখ্যা ২০০০ । সুতরাং জাবেদা হবে নগদ/ব্যাংক/ব্যাংক হিসাব ডেবিট ১০,০০,০০০/- টু শেয়ার তলব হিসাব ১০,০০,০০০ /-।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd