Question:একটি কোম্পানির লাভ-ক্ষতি হিসাবের প্রধান সীমাবদ্ধতা হল:
A প্রস্তুত করা অত্যন্ত কঠিন
B অডিট করা অত্যন্ত কঠিন
C এক্রয়াল পদ্ধতিতে করা হয়
D নগদ পদ্ধতিতে করা হয়
E অনেক অনুমান ভিত্তিক হিসাব থেকে
/102
+ Answer
E
+ Explanationপ্রতি হিসাব বছরের নীট লাভ বা নীট ক্ষতির পরিমাণ জানার জন্য কোম্পানীসমূহ লাভ-ক্ষতি হিসাব প্রস্তুত করে থাকে। এর ডেবিট পাশে খরচ বা ব্যয় জাতীয় হিসাবসমূহ এবং ক্রেডিট পাশে আয় বা লাভ জাতীয় হিসাব সমূহ নিয়ে এদের পার্থক্য হিসেব করে লাভ/ক্ষতি নির্ণয় করা হয়। তবে এর প্রধান সীমাবদ্ধতা হল যে উক্ত হিসাবসমূহের মধ্যে এমন কিছু আইটেম অন্তর্ভুক্ত থাকে যার সম্পূর্ণ সঠিক তথ্য অনেক সময় পাওয়া যায় না। তখন এদেরকে অনুমান ভিত্তিক হিসাব করা হয়ে থাকে।