Question:নিউটনের প্রথম সূত্র কোনটির গুণগত ধারণা দেয়?
A বল
B কাজ
C ত্বরণ
D শক্তি
+ AnswerA
+ Explanationনিউটনের প্রথম সূত্র থেকে জানা যায়, বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাতে হলে বাইরে থেকে একটা কিছু প্রয়োগ করতে হয়। যা বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য করে বা করতে চায় তাই হচ্ছে বল। তাই নিউটরেন ১ম সূত্র থেকে বলের গুণগত সংজ্ঞা পাওয়া যায়।
+ Report