বায়ুপ্রবাজনিত গতিশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে উইন্ডমিল। বায়ুর গতি উইন্ডমিলের পাখায় বাধাপ্রাপ্ত হয়ে পাখায় ঘূর্ণনের সৃষ্টি করে। পাখার ঘূর্ণনকে কাজে লাগিয়ে মেশিন/ইঞ্জিন চালানো হয়।