Question:স্বাভাবিক চোখের জন্য দূরবিন্দু কত দূরত্বে থাকে?
A অসীম দূরত্বে
B ২৫ সে.মি.
C ১০ সে.মি.
D ২.৫ সে.মি.
+ AnswerA
+ Explanationচোখের দূরতম দূরত্ব: স্বাভাবিক চোখে সবচেয়ে দূরের যে বিন্দু পর্যন্ত লক্ষ্যবস্তুকে স্পষ্ট দেখা যায় তাক স্পষ্ট দর্শনের চোখের দূরতম দূরত্ব বলে। স্বাভাবিক চোখ অসীম দূরের বস্তুকেও দেখতে পারে। এই জন্য অসীম দূর অবস্থিত কোন বিন্দু স্বাভাবিক চোখের জন্য দূরতম দূরত্ব বলে ধরে নেয়া যায়।
+ Report