Question:চোখের উপযোজন-এর সাথে নিচের কোন বিষয়টির অধিক মিল?
A লক্ষ্যবস্তুর দূরত্বভেদে লেন্সের আকৃতি পরিবর্তিত হওয়া
B সৃষ্ট দর্শনের নিকটতম দূরত্ব
C সৃষ্ট দর্শনের নিকট বিন্দু
D মস্তিষ্কে দর্শনানুভূতি সৃষ্টি হওয়া
/204
+ Answer
A
+ Explanationআমরা চোখের সাহায্যে বিভিন্ন দূরত্বের বস্তু দেখি। চোখের লেন্সের একটি বিশেষ গুণ হচ্ছে এর আকৃতি প্রয়োজন মতো বদলে যায় ফলে ফোকাস দূরত্বের পরিবর্তন ঘটে। ফোকাস দূরত্বের পরিবর্তনের ফলে লক্ষ্যবস্তুর যে কোনো অবস্থানের জন্য লেন্স থেকে একই দূরত্বে অর্থাৎ রেটিনার উপর স্পষ্ট বিম্ব গঠিত হয়। যে কোনো দূরত্বের বস্তু দেখার জন্য চোখের লেন্সের দূরত্ব নিয়িন্ত্রণ করার এই ক্ষমতাকে চোখের উপযোজন বলে।