+ Explanationএই ত্রুটিগ্রস্ত চোখ দূরের জিনিস বালোভাবে দেখতে পায় না কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায়।
অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে বা চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে গেলে অর্থাৎ অভিসারী ক্ষমতা বেড়ে গেলে এই ত্রুটি দেখা দেয়। এক্ষেত্রে প্রতিবিম্ব রেটিনার পরিবর্তে রেটিনার সামনে গঠিত হয়। ফলে বস্তুটি ভালোভাবে দেখা যায় না।