Question:কোনটির কার্যপ্রণালীতে তাড়িতচৌম্বক আবেশকে ব্যবহার করা হয়?
A ট্রানজিস্টর
B মোটর
C অ্যামপ্লিফায়ার
D ট্রান্সফর্মার
+ AnswerD
+ Explanation- পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্রের দ্বারা কোনো বর্তনীতে তড়িচ্চালক শক্তি বা তড়িৎ প্রবাহ সৃষ্টি ঘটনাকে বলে- তাড়িত চৌম্বক আবেশ। - যে যন্ত্রের সাহায্যে পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা পর্যাবৃত্ত নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা যায় তাকে বলে- ট্রান্সফর্মার। - ট্রান্সফর্মারে একটি কয়ে তড়িৎপ্রবাহ পরিবর্তন করে তথা পরিবর্তী চৌম্বকক্ষেত্রে সৃষ্টির মাধ্যমে অন্য কয়েলে তড়িচ্চালক শক্তি করা হয়- আবিষ্ট। - ট্রানজিস্টর এবং অ্যামপ্লিফায়ার হলো- ইলেকট্রনিক যন্ত্রপাতি।
+ Report