একটি তারকে পেঁচিয়ে কয়েল বা কুন্ডলী তৈরি করে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে কয়েলটি চুম্বকের ন্যায় আচরণ করে। এরকম কুন্ডলীকে সলিনয়েড বলে। সলিনয়েডের চৌম্বকক্ষেত্র অনেকটা দুন্ড চুম্বকের চৌম্বকক্ষেত্রের মত আচরণ করে।