Question:বল প্রয়োগে বস্তুর আকারের ক্ষণস্থায়ী পরিবর্তনকে কাজে লাগিয়ে শক্তি-
A শোষণ সম্ভব
B মজুদ রাখা যায়
C নতুনভাবে উৎপন্ন করা যায়
+ AnswerA B
+ Explanationতাপ প্রয়োগে পদার্থের আকারের পরিবর্তন হয় যেমন, কঠিন, তরল ও বায়বীয় পদার্থের আয়নতন পরিবর্তন ঘটে কারণ পদার্থের ভিতরে গাঠনিক পরিবর্তন ঘটে তাপের শোষণের ফলে যা শক্তি হিসেবে পরবর্তীতে তাপ অপসারণ ঘটলে ফোটন/বিকিরণ নির্গত করে। তাছাড়া স্প্রিংকে যদি সংকুচিত করা হয় তাহলে এর মধ্যে বিভব শক্তি হিসেবে শক্তি সঞ্চিত থাকে।
+ Report