+ Explanationতড়িৎ আবেশ প্রক্রিয়ায় একটি অনাহিত বস্তুকে স্পর্শ না করে আহিত করা হয়। যেহেতু স্পর্শ করা হয় না তাই ইলেকট্রনের আদান প্রদান হয় না। সুতরাং বস্তুর মোট চার্জের কোন পরিবর্তন হয় না। ঐ বস্তুর এক পাশে ধনাত্মক আধান জমা হলে অপর পাশে ঋণাত্মক আধান জমা হয়।