1. Question:১৭.> যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? 

    Answer
    ধরি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a একক।
    
     :. বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বর্গ `a^2` একক।
    
      20% বৃদ্ধি পেলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হয়
    
      (a + a এর 20%) একক।
    
       = `(a + (20a)/(100))` একক।
    
       = `(a + a/5) `একক।
    
       = `(5a + a)` একক।
    
       = `(6a)/5`
    
       এক্ষেত্রে, বৃদ্ধিপ্রাপ্ত বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল `((6a)/5)^2` বর্গ একক
    
                                    = `(36a)^2/(25)` বর্গ একক
    
       :. ক্ষেত্রফল বৃদ্ধি পায় `((36a^2)/(25) - a^2)` বর্গ একক
    
                            =` ((36a^2 - 25a^2)/25)` বর্গ একক
    
                            =` (11a^2)/(25)` বর্গ একক
    
       :. শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি  = `text(মোট বৃদ্ধি) /text(মূল ক্ষেত্রফল) xx 100`
    
                        =` ((11a^2)/(25))/a^2 xx 100`
    
                        =` (11a^2)/a^2 xx 1/a^2 xx 100` 
    
                        = 44






    1. Report
  2. Question:১৮.> একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল শকতরা কত বৃদ্ধি বা হ্রস পাবে? 

    Answer
    ধরি, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = x একক এবং প্রস্থ = y একক
    
        সুতরাং আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = xy বর্গ একক
    
        দৈর্ঘ্য বৃদ্ধি পায় x এর 10% = (x `(10)/(100))` একক `x/(10)` একক
    
        প্রস্থ হ্রাস পায় y এর 10% = (y `(10)/(100))` একক =` y/(10)` একক
    
         :. নতুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = `(x + x/(10))` একক `= (11x)/(10)` একক
    
         এবং নতুন আয়তক্ষেত্রের প্রস্থ` = (y - y/(10))`  একক` = (9y)/(10)` একক
    
         নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল `= ((11x)/(10) xx (9y)/(10))` বর্গ একক
    
                        `= (99xy)/(100)` বর্গ একক
    
         ক্ষেত্রফল হ্রাস পায় `= (xy = (99xy)/(100))` বর্গ একক
    
                      `= (100xy - 99xy/100)`  বর্গ একক
    
                       `= (xy)/(100)` বর্গ একক
    
    :. শতকরা ক্ষেত্রফল হ্রাস পায় = হ্রাস/পূর্বের ক্ষেত্রফল ` xx 100`
    
                                   =`((xy)/100)/(xy) xx 100`
    
                                   =` (xy)/(100 xx xy) xx 100`
    
                                   = 1
    
       Ans. 1%






    1. Report
  3. Question:১৯.> একটি মাঠের জমিতে সেচের সুযোগ আসার আগে ও পরের ফলনের অনুপাত 4 : 7 ঐ মাঠে যে জমিতে আগে 304 কুইন্টাল ধান ফলতো সেচ পাওয়ার পরে তার ফলন কত হবে? 

    Answer
    মনে করি সেচের আগের ফলন = 4x কুইন্টাল 
    
      তাহলে সেচের পর ফলন = 7x কুইন্টাল
    
      প্রশ্নমতে, 4x = 304
    
      বা, `x = (304)/4`
    
      :. x = 76
    
      :. সেচের পর ফলন = 7x কুইন্টাল
    
                 = `(7 xx 76)` কুইন্টাল
    
                 = 532 কুইন্টাল
    
        Ans. 532 কুইন্টাল।






    1. Report
  4. Question:১৮.> ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত 3 : 2 এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত 4 : 3 হলে সমান পরিমানের ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের কর। 

    Answer
    ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত = 3 : 2
    
                                        = `1 : 2/3`
    
              [অনুপাতের উভয় রাশিকে 3 দ্বারা ভাগ করে]
    
     আবার গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত = 4 : 3 = `1 : 3/4` 
    
                         [অনুপাতের উভয় রাশিকে 8 দ্বারা ভাগ করে]
    
     এখন একটি নিদিষ্ট পরিমান ধান ও ধান থেকে উৎপন্ন চালের 
    
       অনুপাত `= 1 : 2/3`
    
      এবং একই গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত `= 1 : 3/4`
    
      :. সমান পরিমাণের ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির 
    
        অনুপাত `= 2/3 : 3/4 = (2/3 xx 12) : (3/4 xx 12)` = 8 : 9 
    
       :. নির্ণেয় অনুপাত = 8 : 9
    
      Ans. 8 : 9






    1. Report
  5. Question:২১.> একটি জমির ক্ষেত্রফল 432 বর্গমিটার। ঐ জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে 3 : 4 এবং 2 : 5 হলে অপর জমির ক্ষেত্রফল কত? 

    Answer
    ধরি, ১ম জমির দৈর্ঘ্য = 3x মিটার
    
      :. ২য় জমির দৈর্ঘ্য = 4x ,,
    
      এবং ১ম জমির প্রস্থ = 2y মিটার
    
      :. ২য় জমির প্রস্থ = 5y ,,
    
      ১ম জমির ক্ষেত্রফল = `3x xx 2y` বর্গ মিটার
    
                        = 6xy  বর্গ মিটার
    
    
    
      প্রশ্নমতে,6xy = 432
    
       বা xy =` (432)/6`
    
       :. xy = 72
    
      :. অপর জমির ক্ষেত্রফল = `4x xx 5y` বর্গ মিটার
    
                            = 20xy বর্গ মিটার
    
                             = `20 xx 72` বর্গ মিটার
    
                             = 1440 বর্গ মিটার
    
         Ans. 1440 বর্গ মিটার






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd