আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স
  1. Question:ফ্যাক্স কীভাবে কাজ করে বর্ণনা কর। 

    Answer
    আধুনিক ফ্যাক্স মেশিন হলো একটি উন্নত প্রযুক্তির তড়িৎ আলোকীয় মেশিন। এখানে ইলেকট্রনিক উপায়ে মূল ডকুমেন্টকে স্ক্যানিং করা হয়। এরপর স্ক্যানকৃত সংকেতকে গ্রহণ করে মোডেমের সাহায্যে ডিমডুলেট করে মূল ডকুমেন্টে পরিণত করে। একটি প্রিন্টার এই মূল ডকুমেন্টকে হুবহু ছেপে বের করে।

    1. Report
  2. Question:আলফা কণা কী? 

    Answer
    আলফা কণা হলো দুই একক ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস।

    1. Report
  3. Question:বিটা কণা কী? 

    Answer
    বিটা কণা হলো এক ধরনের ধনাত্মক আধানযুক্ত কণা, এটির ভর ইলেকট্রনের ভরের সমান।

    1. Report
  4. Question:ডিজিটাল সংকেত কী? 

    Answer
    ডিজিটাল সংকেত হলো সেই যোগাযোগ সংকেত যা শুধু কিছু নির্দিষ্ট মান গ্রহণ করতে পারে এবং এরা ছিন্নায়িত মানে পরিবর্তিত হতে পারে।

    1. Report
  5. Question:অ্যামপ্লিফায়ার কী? 

    Answer
    অ্যামপ্লিফায়ার হলো এমন একটি যন্ত্রাংশ যা বিভিন্ন কাজে তড়িৎ প্রবাহ ও ভোল্টেজকে বিবর্ধন করে।

    1. Report
  6. Question:ট্রানজিস্টর কী? 

    Answer
    ট্রানজিস্টর হলো একটি ডিভাইস যা অ্যামপ্লিফায়ার ও উচ্চ দ্রুতি সুইচ হিসেবে কাজ করে।

    1. Report
  7. Question:ট্রানজিস্টরে ভূমি স্তর কী? 

    Answer
    ট্রানজিস্টরের সরু p-টাইপ অঞ্চলকে ভূমি স্তর বলা হয়।

    1. Report
  8. Question:স্পীকার কী? 

    Answer
    স্পীকার হলো এমন একটি যন্ত্র যেটি মাইক্রোকোনের তড়িৎ সংকেতকে অনুরূপ শব্দে রূপান্তরিত করে।

    1. Report
  9. Question:অডিও সংকেত কী? 

    Answer
    মাইক্রোকোন শব্দকে যে তড়িৎ তরঙ্গে রূপান্তরিত করে তাকে অডিও সংকেত বলে।

    1. Report
  10. Question:বাহক তরঙ্গ কাকে বলে? 

    Answer
    অডিও তরঙ্গের সাথে যে উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট যে তরঙ্গ মিশ্রিত করা হয় তাকে বাহক তরঙ্গ বলে।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd