আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স
  1. Question:ফ্যাক্স কী? এ যন্ত্রের সাহায্যে কী করা হয়? 

    Answer
    ফ্যাক্সিমিলি এর সংক্ষিপ্ত নাম ফ্যাক্স। ফ্যাক্স হলো এমন একটি ইলেকট্রনিক ব্যবস্থা যার মাধ্যমে যেকোনো তথ্য, ছবি, চিত্র, ডায়াগ্রাম বা লেখা হুবহু কপি করে প্রেরণ করা যায়।
    এ যন্ত্রের সাহায্যে যে কোনো মূল দলিল হুবহু পুনরুৎপাদন করা হয়।

    1. Report
  2. Question:গ্রিড কী? 

    Answer
    গ্রিড হচ্ছে ট্রায়োড এর মধ্যে অ্যানোড ও ক্যাথোড ছাড়া তৃতীয় একটি ইলেকট্রোড ডা অ্যানোড থেকে ক্যাথোডে তড়িৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে।

    1. Report
  3. Question:কম্পিউটার কী? ব্যাখ্যা কর। 

    Answer
    কম্পিউটার শব্দের অর্থ গনক বা হিসাবকারী। কম্পিউটার শুধু একটি হিসাবকারী যন্ত্রই নয়, আরো অনেক কিছু। 
    কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা উপাত্ত গ্রহণ, প্রক্রিয়াকরণ, রূপান্তর, সংরক্ষণ ও প্রেরণ করে। যে ধরনের কম্পিউটারই হোক না কেন, প্রতিটি কম্পিউটার প্রোগ্রামকৃত নির্দেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়, যা কম্পিউটারকে বলে দেয় তাকে কী করতে হবে? মানুষের তুলনায় অত্যন্ত দ্রুত গতিতে, অক্লান্তভাবে সঙ্গতিপূর্ণ ও নির্ভুলভাবে কাজ করে কম্পিউটার।

    1. Report
  4. Question:পেট্রোলিয়াম কী? 

    Answer
    পেট্রো শব্দের অর্থ পাথর এবং অলিয়াম শব্দের অর্থ তেল। পেট্রোলিয়াম হল পাথরের মধ্যে সঞ্চিত তেল।

    1. Report
  5. Question:ট্রোটোষ্টার বলতে কী বুঝ? 

    Answer
    নক্ষত্রের জীবনচক্র শুরু হয়েছিল ছায়াপথে নিজেদের মহাকর্ষ বলের প্রভাবে ভেঙ্গে পড়া একটি ঘন মেঘ হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের ত্বরণের মাধ্যমে। এই মেঘ প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি এবং এর তাপমাত্রা ছিল প্রায় `170^0C`. আমরাপ জানি যে, সকল বস্তু পরস্পরকে আকর্ষণ করে। এ আকর্ষণ বলের নাম মহাকর্ষ। হাইড্রোজেন মেঘ যদি ক্ষুদ্র হয় এবং পারিপার্শ্বিক অণুগুলো পরস্পরের নিকটে না থাকে তাহলে তাদের পরস্পরের মধ্যকার আকর্ষণ এমন হয় না যে, তাদের আচরণের কোন পরিবর্তন ঘটতে পারে। মেঘের আকার যদি বড় হয় তাহলে এর প্রতিটি অণুর মধ্যকার মহাকর্ষ বল বেশি হয়, ফলে মেঘকে ভেতরের দিকে টানে। ফলে নিজস্ব মহাকর্ষ বলের প্রভাবে মেঘগুলো সংকুচিত হতে থাকে একটি নাটকীয় প্রক্রিয়ায় এবং গ্যাসীয় মেঘ নক্ষত্রে পরিণত হয়। এই মেঘ সংকোচনশীল গ্যাসীয় ভরকে বলা হয় প্রোটোস্টার।

    1. Report
  6. Question:রঙিন টেলিভিশনের পর্দা কয় রকম ফসফর দানা দ্বারা গঠিত? 

    Answer
    তিন রকম।

    1. Report
  7. Question:কম্পিউটার অত্যন্ত প্রয়োজনীয় যন্ত্র হিসেবে বিবেচিত হয় কেন? 

    Answer
    কম্পিউটার অবিশ্বাস্য দ্রুত কাজ করতে পারে, সেকেন্ডে হাজার হাজার, লক্ষ লক্ষ গাণিতিক হিসাব করতে পারে। তািই কম্পিউটারের কাজ করার দ্রুততা, তথ্য জমা করে রাখার ক্ষমতা, সঙ্গতিপূর্ণতা, নির্ভুলতা, ক্লান্তিহীনতা ও স্বয়ংক্রিয়াতার জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় যন্ত্র হিসেবে বিবেচিত হয়।

    1. Report
  8. Question:p-n জংশন ডায়োড কী? 

    Answer
    যদি p- টাইপ পদার্থের সাথে n-টাইপ অর্ধপরিবাহীর জোড়া লাগানো হয় তাহলে একটি অতি প্রয়োজনীয় ডিভাইস তৈরি হয় যাকে p-n জংশন বলে।

    1. Report
  9. Question:তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু বলতে কী বুঝ? 

    Answer
    একটি তেজস্ক্রিয় মৌলের কোন পরমাণুটি কখন ক্ষয়প্রাপ্ত হয় তা আমরা বলতে পারি না। কিন্তু কতগুলো পরমাণু কোন সময়ে ক্ষয়প্রাপ্ত হবে তা আমরা হিসাব করে বের করতে পারি। পরমাণুর ক্ষয় বিবেচনার জন্য একগুচ্ছ পরমাণু বিবেচনা করা হয়। যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় তাকে ঐ পদার্থের অর্ধায়ু বলে।

    1. Report
  10. Question:টেলিভিশনে ইলেকট্রন গান কিভাবে কাজ করে? 

    Answer
    টিভির পিকচার টিউবের পিছনের প্রান্ত ইলেকট্রন গান সংযুক্ত থাকে। ভিডিও সংকেত গ্রহণের পর ইলেকট্রনগান সুইয়ের ন্যায় সরু ইলেকট্রন গান থেকে। টিভির পর্দার প্রতিপ্রভ ফসফরে ইলেকট্রন গান সৃষ্টি হয়। এ উজ্জ্বল ও অনুজ্জ্বল আলোক বিন্দুর সমন্বয়ই টিভির পর্দায় উজ্জ্বল ওর্ অনুজ্জ্বল আলোক বিন্দু ও ঝলকের সৃষ্টি হয়।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd