Answerইন্টারনেট হলো অসংখ্য কম্পিউটার, মোডেম, টেলিফোন লাইন দিয়ে তৈরি একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক বা সংযুক্ত করেছে বিভিন্ন দেশের প্রায় ৪,০০,০০০ এর বেশি ছোট ছোট নেটওয়ার্ককে।
ইন্টারনেটের মাধ্যমে আরা ওয়েব সাইট ব্রাউজিং করতে পারি, ই-মেইল পাঠাতে এবং গ্রহণ করতে পারি ও ভিডিও কনফারেন্সিং করতে পারি। আড্ডা দিতে পারি এবং গল্প গুজব করতে পারি, ট্রেন, বাস বা প্লেনের টিকিট বুকিং দিতে পারি এবং ইলেট্রনিক কমার্স বা ব্যবসা-বাণিজ্য, ই-ব্যাংকিং ও শপিং করতে পারি। ইলেকট্রনিকভাবে যেকোনো ফাইল, ডকুমেন্ট ইত্যাদি পাঠাতে ও গ্রহণ করতে পারি। এছাড়া যেকোনো সময় অনলাইন লাইব্রেরির হাজার হাজার বই, জার্নাল ও ম্যাগাজিন ইত্যাদির সন্ধান পেতে পারি এবং প্রয়োজনে পাঠ করতে পারি অথবা ‘ডাউনলোড’ করে ছেপে বের করে নিতে পারি।