আলোর প্রতিফলন
  1. Question:ফোকাস তল কিী? 

    Answer
    গোলীয় দর্পণের প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সাথে লম্বভাবে যে সমতল কল্পনা করা হয় তাকে ফোকাস তল বলে।

    1. Report
  2. Question:গোলীয় তলে কোন ধরনের প্রতিফলন ঘটে এবং কেন? 

    Answer
    গোলীয় তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। কারণ গোলীয় মসৃণ তলে এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আপতিত হয়ে প্রতিফলনের পর অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় এবং প্রতিবিম্ব সৃষ্টি করে।

    1. Report
  3. Question:দীপ্তিহীন বস্তু কী? 

    Answer
    যে সকল বস্তুর নিজের আলো নেই বা নিজে আলো নিঃসরণ করতে পারে না। তাদেরকে বলা হয় দীপ্তিহীন বস্তু।

    1. Report
  4. Question:আমাদের চারপাশে যে সকল বস্তু দেখতে পাই সেগুলো উজ্জ্বল না হয়ে অনুজ্জল হয় কেন? 

    Answer
    আমাদের চারপাশে যে সকল বস্তু দেখতে পাই, তাদের অধিকাংশ পৃষ্ঠ মসৃণ নয়। খালি ছোখে দেখা অধিকাংশ পৃষ্ঠ আপাত দৃষ্টিতে মসৃণ মনে হলেও প্রকৃতপক্ষে এ সকল পৃষ্ঠ মসৃণ নয়। ফলশ্রুতিতে আমাদের চোখে যে সকল প্রতিফলিত রশ্মি প্রবেশ করে তারা ব্যাপ্ত প্রকৃতির। যার ফলে বস্তুগুলো আমাদের নিকট উজ্জল না হয়ে অনুজ্জল দেখায়।

    1. Report
  5. Question:আমাদের চারপাশে যে সকল সাধারণ বস্তু দীপ্তিমান নয় সেগুলো দেখতে পাই কোন ঘটনার জন্য? 

    Answer
    আমাদের চারপাশে যে সকল সাধারণ বস্তু দীপ্তিমান নয় সেগুলো দেখতে পাই আলোর প্রতিফলনের জন্য।

    1. Report
  6. Question:পথচারী দেখার জন্য যানবাহনের কোন দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? 

    Answer
    পথচারী দেখার জন্য যানবাহনে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এর কারণ উত্তল দর্পণ সর্বদা অবাস্তব, সোজা এবং খর্বিত বিম্ব গঠন করে বিধায় খুব সহজে পথচারীর খর্বিত বিম্ব দেখা যায়।

    1. Report
  7. Question:গোলীয় দর্পণ কাকে বলে? 

    Answer
    যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ কোনো গোলকের অংশ বিশেষ তাকে গোলীয় দর্পণ বলে।

    1. Report
  8. Question:অবতল ও উত্তল দর্পণের মধ্যে দুইটি পার্থক্য লিখ। 

    Answer
    ১. অবতল দর্পণ: কোনো ফাঁপা গোলকের ভিতরের পৃষ্ঠের কিছু অংশ যদি মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তবে অবতল দর্পণ তৈরি হয়।
    উত্তল দর্পণ: কোনো ফাঁপা গোলকের বাইরের পৃষ্ঠের কিছু অংশ যদি মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তবে উত্তল দর্পণ তৈরি হয়।
    ২. অবতল দর্পণ: অবতল দর্পণ চেনার ক্ষেত্রে, কোনো দর্পণের একেবারে নিকটে একটি আঙুল খাড়াভাবে স্থাপন করলে যদি সোজা বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে বড় হয় তবে দর্পণটি অবতল।
    উত্তল দর্পণ: উত্তল দর্পণ চেনার ক্ষেত্রে কোনো দর্পণের একেবারে নিকটে একটি আঙুল খাড়াভাবে স্থাপন করলে যদি সোজা বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হয় তবে দর্পণটি উত্তল।

    1. Report
  9. Question:প্রতিফলনের প্রথম সূত্রটি বিবৃত কর। 

    Answer
    আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলময় একই সমতলে অবস্থান করে।

    1. Report
  10. Question:আয়নার পেছনের দিকে পারদের প্রলেপ দেওয়া হয় কেন? 

    Answer
    আয়না কাচ দিয়ে তৈরি। কাচ স্বচ্ছ পদার্থ। ফলে কাচের উপর আলো পড়লে আপতিত আলোকরশ্মির বেশির ভাগ অংশই কাচের মধ্য দিয়ে প্রতিসৃত হয়ে অপর পাশে চলে যায়। খুব কম পরিমাণ আলোকরশ্মি প্রতিফলিত হয়। তাই অস্বচ্ছ পারদের প্রলেপ লাগিয়ে আয়না তৈরি করা হয়, যাতে বেশির ভাগ আলোকরশ্মি ঐ অস্বচ্ছ প্রলেপ কর্তৃক প্রতিফলিত হয় এবং আয়নায় প্রতিবিম্ব গঠিত হয়।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd