Question:লেন্সের ফোকাস দূরত্ব কাকে বলে?
Answer
লেন্সের আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে লেন্সের ফোকাস দূরত্ব বলে।
Question:লেন্সের ফোকাস দূরত্ব কাকে বলে?
লেন্সের আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে লেন্সের ফোকাস দূরত্ব বলে।
Question:আইরিশ কী?
আইরিশ হলো চোখের কর্ণিয়ার ঠিক পিছনে অবস্থিত একটি অস্বচ্ছ পর্দা।
Question:অ্যাকুয়াস হিউমার কী?
কর্ণিয়া ও চক্ষু লেন্সের মধ্যবর্তী স্থান যে স্বচ্ছ ও লবণাক্ত জলীয় পদার্থে পূর্ণ থাকে তাকে অ্যাকুয়াস হিউমার বলে।
Question:চোখের উপযোজন কাকে বলে?
যেকোনো দূরত্বের বস্তু দেখার জন্য চোখের লেন্সের ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে চোখের উপযোজন বলে।
Question:স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কাকে বলে?
যে ন্যূনতম দূরত্ব পর্যন্ত চোখ বিনা শ্রন্তিতে স্পষ্ট দেখতে পায় তাকে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব বলে।
Question:চোখের হ্রস্ব দৃষ্টি ত্রুটি কী?
চোখের হ্রস্ব দৃষ্টি হলো এক ধরনের চোখের রোগ। এই ত্রুটি গ্রস্থ চোখ দূরের জিনিস ভালভাবে দেখতে পায় না কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায়।
Question:চোখের দীর্ঘ দৃষ্টি ত্রুটি কী?
চোখের দীর্ঘ দৃষ্টি ত্রুটি হলো এক ধরনের চোখের রোগ। এই ত্রুটি প্রস্থ চোখ দূরের জিনিস দেখতে পায় কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না।
Question:পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কয়টি?
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত দুইটি।
Question:হীরকের সং্কট কোণ `24^0` বলতে কী বোঝ/
হীরকের সঙ্কট কোণ `24^0` বলতে বুঝায় হীরক হতে বায়ুতে আলোর প্রতিসরণের সময় `24^0` কোণে আলো আপতিত হলে প্রতিসরিত রশ্মি মাধ্যমদ্বয়ের বিভেদতল ঘেঁষে যায় অর্থাৎ প্রতিসরণ কোণ `90^0` হয়। আপতিত রশ্মি `24^0` অপেক্ষা বেশি কোণে আপতিত হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে।
Question:প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ক্রান্তি কোণের সমান হলে কী ঘটে?
প্রতিসরণের কোণ `90^0` হয় বা প্রতিসরিত রশ্মি সঙশ্লিষ্ট মাধ্যমদ্বয়ের বিভেদতলে ঘেঁষে চলে যায়।