Question:পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলতে কী বোঝ?
Answer
আলো আলোকীয়ভাবে ঘনতর মাধ্যম হতে লঘুতর মাধ্যমে প্রবেশ করার সময় আপতন কোণ মাধ্যমদ্বয়ের মধ্যকার সঙ্কট কোণ অপেক্ষা বেশি হলে কোনো আলোক প্রতিসরণ ঘটে না, বরং প্রতিফলনের নিয়ম মেনে সকল আলো প্রথম মাধ্যমে প্রতিফলিত হয়। এই ঘটনাকে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে।