আলোর প্রতিসরণ
  1. Question:প্রতিসরাঙ্ক কীসের ওপর নির্ভর করে? 

    Answer
    প্রতিসরাঙ্ক মাধ্যমদ্বয়ের প্রকৃতি ও আলোর রঙের ওপর নির্ভর করে।

    1. Report
  2. Question:আলোর কোন ঘটনার জন্য মরুভূমির মরিচীকা দেখা যায় ব্যাখ্যা কর। 

    Answer
    আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য মরুভূমিতে মরিচীকা দেখা যায়। মরুভূমিতে সূর্যের প্রচন্ড তাপে উত্তপ্ত বালি সংলগ্ন বায়ু উত্তপ্ত হয়ে হাল্কা হয় এবং উপরের দিকে যাওয়ার সময় ক্রমশ ঘনতর হতে থঅকে। ‍উঁচু কোণ লক্ষবস্তু থেকে আলোক রশ্মি পথিকের চোখে আসার সময় ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রবেশ করে পর্যায়ক্রমির প্রতিসরণের ফলে যখন আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে বড় হয় তখন আর প্রতিসরিত না হয়ে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে এবং আলোক রশ্মি উপরের দিকে উঠে বাঁকা পথে পথিকের চোখে পৌঁছে লক্ষ্যবস্তুর উল্টা বিম্ব ধরা পড়ে। তখন পথিকের সামনের ভূ-পৃষ্ঠকে দর্পণের মত মনে হবে। এই ধরনের দৃষ্টিভ্রম হওয়াকে মরীচিকা বলে।

    1. Report
  3. Question:শ্বেতমন্ডল কী? 

    Answer
    শ্বেতমন্ডল হলো শক্ত, সাদা, অস্বচ্ছ তন্তু দিয়ে তৈরি অক্ষি গোলকের বাইরের আবরণ।

    1. Report
  4. Question:অভিসারী লেন্স বলতে কী বুঝায়? 

    Answer
    যে লেন্সের মধ্যভাগ মোটা ও প্রান্ত সরু তাকে উত্তল লেন্স উত্তল লেন্সে আরৈাক রশ্মি উত্তল পৃষ্ঠে আপতিত হয় বলে তাকে উত্তল লেন্স বলে। এই লেন্স সাধারণত এক গুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে অভিসারী করে থাকে বলে একে অভিসারী লেন্সও বলা হয়।

    1. Report
  5. Question:রঙিন বস্তুর আলোকীয় উপলব্ধি কীভাবে ঘটে? 

    Answer
    রেটিনা থেকে যে নার্ভগুলো মস্তিষ্কে গিয়েছে সেগুলোর নাম রড ও কোণ। এদের মধ্যে কোণ কোষগুলো বর্ণ সংবেদনশীল। তিন ধরণের কোণ আছে। নীলবর্ণ সংবেদনশীল কোণ, লাল বর্ণ সংবেদনশীল কোণ এবং সবুজ বর্ণ সংবেদনশীল কোণ। কোনো বর্ণ যতই মিশ্র বা জটিল হোক না কেন চোখ সকল বর্ণকে মাত্র এই তিনটি বর্ণে ধারণ করে। রেটিনার আবার বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সকল বর্ণকে আলাদা করে দেয়। এভাবেই আমরা রঙিন বস্তুর আলোকীয় উপলব্ধি পাই।

    1. Report
  6. Question:লেন্সের ক্ষমতা -2.5d বলতে কী বুঝ? 

    Answer
    লেন্সের ক্ষমতা -2.5d বলতে আমরা দুটি বিষয় বুঝতে পারি। যথা-
    ১. লেন্সটি উত্তল না অবতল: অবতল লেন্সের ফোকাস দূরত্ব ঋণাত্মক, সুতরাং এর ক্ষমতাও ঋণাত্মক হবে। সুতরাং লেন্সটি অবতল।
    ২. লেন্সের ফোকাস দূরত্ব: লেন্সটির ফোকাস দূরত্ব 1/2.5m = (40 cm) কাজেই লেন্সটি প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মিকে এমনভাবে অপসারী করে যেন মনে হয় এগুলো লেন্স থেকে 1/2.5m = (40 cm)  দূরে কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে।

    1. Report
  7. Question:লেন্সের আলোক কেন্দ্র কী? 

    Answer
    কোনো আলোকরশ্মি যদি কোনো লেন্রেস পৃষ্ঠে আপতিত হয়ে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয় তাহলে সেই রশ্মি লেন্সের প্রধান অক্ষের উপর যে বিন্দু দিয়ে যায় সেই বিন্দুকে লেন্সের আলোক কেন্দ্র বলে।

    1. Report
  8. Question:তারারন্ধ্র কী? 

    Answer
    চোখের আইরিশের মাঝখানে একটি ছিদ্র থাকে। একে চোখের মণি বা তারারন্ধ্র বলে।

    1. Report
  9. Question:কীভাবে মস্তিষ্কের দর্শনের অনুভূতি জাগে? 

    Answer
    চক্ষু লেন্সের পেছনে অবস্থিত অক্ষিগোলকের ভিতরের পৃষ্ঠের গোলাপী রঙের ঈষদচ্ছ আলোক সংবেদন আবরণকে রেটিনা বলে। এটি রড ও কোন নামে কতগুলো স্নায়ুতন্ত্র দ্বারা তৈরি। এই তন্ত্রগুলো চক্ষু স্নায়ুর সাথে সংযুক্ত থাকে। রেটিনার উপর আলো পড়লে তা ঐ স্নায়ুতন্ত্রতে এক প্রকার উত্তেজনা সৃষ্টি করে। ফলে মস্তিষ্কের দর্শনের অনুভূতি জাগে।

    1. Report
  10. Question:আমাদের দর্শনানুভূতির স্থায়িত্বকাল কত? 

    Answer
    মানুষের দর্শনানুভূতির স্থায়িত্ব কাল 1/10 সেকেন্ড বা 0.1 সেকেন্ড।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd