আলোর প্রতিসরণ
  1. Question:লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সংজ্ঞা দাও। 

    Answer
    লেন্সের উভয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্রের মধ্য dদিয়ে গমনকারী সরলরেখাকে প্রধান অক্ষ বলে।

    1. Report
  2. Question:উত্তল লেন্সে কী? 

    Answer
    যে লেন্সের মধ্যভাগ মোটা এবং প্রান্ত বা কিনারার দিক ক্রমশ সরু হয় তাকে উত্তল লেন্স বলে।

    1. Report
  3. Question:উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? 

    Answer
    সমান্তরাল রশ্মিগুচ্ছকে কোনো উত্তল লেন্সের মধ্য দিয়ে পাঠালে প্রতিসরণের পর ঐ রশ্মিগুচ্ছ একটি বিন্দুমুখী অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। এ কারণে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়।

    1. Report
  4. Question:স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কী? 

    Answer
    চোখে নিকটের দূরত্বে অবিস্থত বস্তুকে একটি স্বাভাবিক চোখ স্পষ্ট দেখতে পায় যে দূরত্বকে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব বলে।

    1. Report
  5. Question:চোখের কৃষ্ণমন্ডল প্রকৃতপক্ষে কী কাজ করে? 

    Answer
    শ্বেতমন্ডলের ভিতরের গায়ে কালো রঙের একটি আস্তরন থাকে যাকে কৃষ্ণমন্ডল বলে। এই কালো আস্তরণের জন্য চোখের ভিতরে অভ্যন্তরীণ প্রতিফলন হয় না। এই কালো আস্তরণ না থাকলে অথবা কালো আস্তরণের বদলে সাদা বা অন্য কোনো রঙের আস্তরণ থাকলে আলোর পুনঃ পুনঃ প্রতিফলন সম্ভব হতো এবং রেটিনায় গঠিত প্রতিবিম্ব অস্পষ্ট হওয়ার সম্ভাবনা থাকতো।

    1. Report
  6. Question:কোনটি চক্ষু লেন্সের ওপডর আপতিত আরোর পরিমাণ নিয়ন্ত্রণ করে? 

    Answer
    আইরিস চক্ষু লেন্সের ওপর আপতিত আলোর পরিমাণ নিয়ন্ত্র করে।

    1. Report
  7. Question:কর্ণিয়া ও চক্ষুলেন্স এবং চক্ষুলেন্স ও রেটিনা এর মধ্যবর্তী স্থান কী দ্বারা পূর্ণ থাকে? 

    Answer
    কর্ণিয়া ও চক্ষু লেন্সের মধ্যবর্তী স্থান এক প্রকার স্বচ্ছ লবণাক্ত পদার্থে পূর্ণ থাকে। এর নাম অ্যাকুউয়াস হিউমার যা অশ্রু হিসেবে পরিচিত।
    চক্ষু লেন্স ও রেটিনার মধ্যবর্তী স্থান েএক প্রকার জেলীয় জাতীয় পদার্থে পূর্ণ থাকে যা ভিট্রিয়াস হিউমার নামে পরিচিত।

    1. Report
  8. Question:রৈখিক বিবর্ধণ কাকে বলে? 

    Answer
    বিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বরে।

    1. Report
  9. Question:দীর্ঘ দৃষ্টি ত্রুটি কী? 

    Answer
    চোখের যে ত্রুটির ফলে চোখ দূরের জিনিস দেখতে পায় কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না তাকে দীর্ঘ দৃষ্টি ত্রুটি বলে।

    1. Report
  10. Question:এক চোখ বন্ধ করে সুঁচে সুতো গাঁথা অসুবিধাজনক কেন? 

    Answer
    দুইটি বস্তুর পারস্পরিক অবস্থান, তাদের পারস্পরিক দূরত্ব এবং বস্তু সম্বন্ধে ত্রিমাত্রিক ধারণা স্পষ্ট হওয়ার জন্য দুটি চোখ প্রয়োজন। এক চোখ দিয়ে সুঁচ এবং সুতোর পারস্পরিক দূরত্ব সঠিকভাবে পরিমাপ করা যায় না। তাই এক চোখ বন্ধ রেখে সুঁচে সুতো গাঁথা অসুবিধাজনক।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd