Question:আলোকরশ্মি কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে?
Answer
আলোরক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছ।
Question:আলোকরশ্মি কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে?
আলোরক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছ।
Question:প্রেতিসরণ কোণের মান `90^0`। আপতন কোণের সাপেক্ষে ঘটনাটি ব্যাখ্যা কর।
আপাতন কোণের একটি নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণের মান `90^0` হয়। সেই নির্দিষ্ট মানের আপতন কোণকে সংকট কোণ নামে অভিহিত করা হয়। যখন আলোক রশ্মি গণ মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হয় তখন আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান `90^0` তাকে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের ক্রান্তি কোণ বলে। ক্রান্তি কোণ হলো আপতন কোণ যাকে `theta_c` দিয়ে প্রকাশ করা হয়।
Question:ভিট্রিয়াস হিউমার কী?
রেটিনা ও চক্ষু লেন্সের মধ্যবর্তী স্থান যে জেলী জাতীয় পদার্থে পূর্ণ থাকে তাকে ভিট্রিয়াস হিউমার বলে।
Question:যদি আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তাহলে প্রতিসরিত রশ্মি কোন দিকে যাবে- ব্যাখ্যা কর।
আমরা জানি, আলোকরশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন আলোকীয় ঘনত্বের অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে তখন আলোকরশ্মির দিক পরিবর্তন হয়। আলোকরশ্মির এ দিক পরিবর্তন নির্ভর করে আলোকরশ্মি ঘন থেকে হালকা মাধ্যমে প্রবশে করছে, না হালকা থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে তার ওপর। যদি আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে তির্যকভাবে হালকা মাধ্যমে প্রবেশ করে তাহলে প্রতিসরিত আলোকরশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়।
Question:পানির প্রতিসরাঙ্ক কত?
পানির প্রতিসরাঙ্ক 1.33।
Question:কাচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে কী বোঝ?
কাচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে বোঝায় যে শূন্য মাধ্যম বা বায়ু থেকে আলো কাচে তীর্যকভাবে প্রবেশ করলে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতের মান হয় 1.5।
Question:একগুচ্ছ অপটিক্যাল ফাইবারকে কী বলা হয়?
একগুচ্ছ অপটিক্যাল ফাইবারকে আলোক নল বলা হয়।
Question:কী কী শর্তে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে?
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সংঘটিত হওযার শর্তগুলো হচ্ছে: ১. আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে ঘন ও হালকা মাধ্যমের বিভেদ তলে আপতিত হবে। ২. আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে বড় হবে।
Question:আলোক প্রতিসরণের প্রথম সূত্রটি বিবৃত কর।
আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি ও আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব িএকই সমতলে থাকে।
Question:কাচের ক্রান্তি কোণ `41^0`বলতে কী বোঝ?
কাচের ক্রান্তি কোণ `41^0` বলতে বোঝায়- ১. কাচ মাধ্যম থেকে আরৈাক রশ্মি `41^0` কোণে কাচ ও বায়ু মাধ্যমের বিভেদতলে আপতিত হলে আলোক রশ্মি বিভেদতল ঘেষে চলে যাবে। ২. কাচ মাধ্যম থেকে আলোকরশ্মি সঙ্কট কোণে আপতিত হয়ে অভিলম্বের সাথে `90^0` কোণ তৈরি করবে অর্থাৎ প্রতিসরণ কোণ হবে `90^0`।