Question:গাছে ঝুলে থাকা অবস্থায় আমের মধ্যে কোন শক্তি বিদ্যমান থাকে?
Answer
বিভব শক্তি।
Question:গাছে ঝুলে থাকা অবস্থায় আমের মধ্যে কোন শক্তি বিদ্যমান থাকে?
বিভব শক্তি।
Question:শক্তি ও ক্ষমতার মধ্যে পার্থক্য লিখ।
(ক) শক্তি: কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। ক্ষমতা: কোনো বস্তু একক সময় যে কাজ করতে পারে তাকে ক্ষমতা বলে। (খ) শক্তি: মোট নিষ্পন্ন কাজ দিয়ে শক্তি নির্ধারণ করা হয়। শক্তি নির্ণয় তাই সময়ের প্রশ্ন আসে না। ক্ষমতা: ক্ষমতা নির্ধারণে মোট কাজের কোনো প্রয়োজন নেই। নির্দিষ্ট পরিমাণ কাজ করতে যার সময় যত কম লাগবে তার ক্ষমতা তত বেশি। ক্ষমতা নির্ণয়ে তােই সময়ের প্রশ্ন আসে। (গ) শক্তি: শক্তির বিভিন্ন রূপ আছে। ক্ষমতা: ক্ষমতার প্রকারভে নেই, তাই রূপান্তরের প্রশ্ন উঠেনা। (ঘ) শক্তির মাত্রা: `(MT^2T^(-2))` ক্ষমতার মাত্রা: `(MT^2T^(-3))` (ঙ) শক্তির একক জুল। ক্ষমতা একক ওয়াট।
Question:ক্ষমতার মাত্রা কী?
ক্ষমতার মাত্রা হচ্ছে = `MT^2T^(-3)`
Question:কোনো মেঝের সাপেক্ষে কোনো বস্তুর বিভবশক্তি 25J বলতে কী বোঝ?
অবস্থা থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। কোন বস্তুর বিভব শক্তি 25J বলতে বোঝায় বস্তুর মধ্যে সঞ্চিত শক্তি দ্বারা বস্তুটি ঘরের মেঝেতে নেমে আসতে 25J কাজ করতে পারে।
Question:অনবায়নযোগ্য শক্তি কাকে বলে?
যে সমস্ত শক্তি নতুন ভাবে সৃষ্টি করা যায় না তাদেরকে অনবায়নযোগ্য শক্তি বলা হয়।