Question:ক্ষমতা কি?
Answer
কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার হারকে ক্ষমতা বলে।
Question:ক্ষমতা কি?
কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার হারকে ক্ষমতা বলে।
Question:50J কাজ বলতে কী বুঝায়?
50J কাজ বলতে বোঝায় 1N বল প্রয়োগে বলের দিকে বলের প্রয়োগবিন্দুর 50m সরণ হলে যে কাজ সম্পাদিত হয়।
Question:টায়ারের রাবারের পৃষ্ঠে খাঁজ কাটা থাকে কেন?
রাস্তা ও টায়ারের মধ্যবর্তী ঘর্ষণ বল সর্বোচ্চ করার জন্য গাড়ির টায়ারের পৃষ্ঠ খাঁজকাটা থাকে। যানবাহন চলাচলের সময় প্রয়োজন অনুযায়ী গতি বৃদ্ধি বা হ্রাস করতে হয়। গতিশীল অবস্থা হতে গাড়ির গতি হ্রাসের জন্য রাস্তা ও চায়ারের মধ্যবর্তী ঘর্ষণ বল বৃদ্ধি করে চাকার ঘূর্ণনকে কমানোর জন্য টায়ারের মধ্যবর্তী ঘর্ষণ বল বৃদ্ধি করে চাকার ঘূর্ণনকে কমানোর জন্য টায়ারের পৃষ্ঠ খাঁজ কাটা থাকে। এই খাঁজের কারণে ঘর্ষণ বল যত বেশি হবে গাড়ির গতিকে তত ভালোভঅবে নিয়ন্ত্রণ করা যাবে।
Question:সুষম ত্বরণ কাকে বলে?
কোনো বসতউর বেগ যদি সর্বদা একই দিকে একই হারে বাড়তে থাকে তবে তার ত্বরণকে সুষম ত্বরণ বলে।
Question:কর্মদক্ষতা কী?
কোনো যন্ত্রের লভ্য কার্যকর ক্ষমতা ও মোট প্রযুক্ত ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলে।
Question:পঁচা ডিম পানিতে ভাসে কেন ব্যাখ্যা কর।
ডিম পঁচে গেলে এর ভিতর হতে বিভিন্ন জলীয় পদার্থসমূহ ডিমের খোসার সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে বের হয়ে যায়। ফলে ভালো ডিমের তুলনায় এ অবস্থায় ডিমের ওজন হ্রাস পায়। এ অবস্থায় পঁচা ডিমের ওজন ডিমটি দ্বারা অপসারিত পানির ওজনের চেয়ে কম হয়। ফলে পঁচা ডিম পানিতে ভাসে।
Question:জীবাশ্মা জ্বালানির বিকল্প জ্বালানি অনুসন্ধান জরুরী কেন ?
জীবন যাত্রার মানোন্নয়নের সাথে মানুষের শক্তির চাহিদা দিন দিন বেড়ে যাওয়ার কারণে জীবাশ্মা জ্বালানীর বিকল্প জ্বালানী অনুসন্ধান জরুরী। পৃথিবীতে জীবাশ্মা জ্বালানীর পরিমাণ নির্দিষ্ট এবং অনবায়নযোগ্য। এই জীবাশ্মা জ্বালানীর উৎসগুলো ব্যবহারের ফলে ফুরিয়ে যাবে। তাই জীবাশ্মা জ্বালানীর বিকল্প জ্বালানী অণুসন্ধান জরুরী।
Question:কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে কী বলে?
কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।
Question:কাজ কাকে বলে?
কোনো বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুটির সরণ ঘটে তাহলে বল ও বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর সরণের উপাংশের গুণফলকে কাজ বলে।
Question:কোনো যন্ত্রের ক্ষমতা 125 W বলতে কী বোঝ?
এক সেকেন্ডে এক জুল কাজ করা বা শক্তি রূপান্তরের হারকে এক ওয়াট বলে। কোনো যন্ত্রের ক্ষমতা 125W দ্বারা বোঝায় ঐ যন্ত্রটি প্রতি সেকেন্ডে 125J পরিমাণ কাজ করতে পারে বা শক্তি রূপান্তরিত করতে পারে।