তড়িতের চৌম্বক ক্রিয়া
  1. Question:তাড়িত চৌম্বক আবেশ একটি ক্ষণস্থায়ী ঘটনা ব্যাখ্যা কর। 

    Answer
    তাড়িৎচৌম্বক আবেশ সৃষ্টি করতে হলে পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্রে যোগান দিতে হবে। এটি বিভিন্নভাবে করা যেতে পারে। যেমন একটি বদ্ধ বর্তনীর সন্নিকটে দ্রুতগতিতে একটি চুম্বক নাড়াচাড় করে। অথবা, দ্বিতীয় কোনো বর্তনীর মধ্য দিয়ে পরিবর্তী মানের তড়িৎ প্রবাহ চালিয়ে। এছাড়া সমপ্রবাহের বর্তনীকে নাড়াচাড়া করিয়েও তাড়িত চৌম্বক আবেশ সৃষ্টি করা সম্ভব। সুতরাং দেখা যাচ্ছে যতক্ষণ আপেক্ষিক গতি তথা পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্রে থাকবে ততক্ষণই তাড়িতচৌম্বক আবেশ ঘটতে থাকবে। তাই এটি ক্ষণস্থায়ী ঘটনা।

    1. Report
  2. Question:তড়িৎ মোটরের কয়েলের লুপের সংখ্যা বাড়ালে কী হবে? 

    Answer
    তড়িৎ মোটরের কয়েলের লুপের সংখ্যা বাড়ালে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধি করে।

    1. Report
  3. Question:ট্রান্সফর্মার শুধু মাত্র পর্যাবৃত্ত ভেঅল্টেজ পরিবর্তন করে কেন?- ব্যাখ্যা কর। 

    Answer
    ট্রান্সফর্মার মূলত তাড়িতচৌম্বক আবেশ নীতির উপর ভিত্তি করে কাজ করে। ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীর মধ্যে দিয়ে যখন শুধুমাত্র পর্যাবৃত্ত প্রবাহ যায় তখনই গৌণ কুন্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের এবং ভোল্টেজ এর পরিবর্তন ঘটে। কিন্তু মুখ্য কুন্ডলীতে অপর্যাবৃত্ত প্রবাহের কারণে কোন তাড়িত চৌম্ব এবশ গৌণ কুন্ডলীতে তৈরি হয় না। এবং গৌণ কুন্ডলীতে কোন আবিষ্ট তড়িৎ প্রবাহ বা ভোল্টেজ পাওয়অ যায় না।
    যেহেতু মুখ্য কুন্ডলীতে তড়িৎ প্রবাহের ও ভোল্টেজের পরিবর্তন একমাত্র গৌণ কুন্ডলীতে তড়িৎ আবেশ তৈরি করে। সুতরাং ট্রান্সফর্মার শুধুমাত্র পর্যাবৃত্ত ভোল্টেজ পরিবর্তন করে।

    1. Report
  4. Question:জেনারেটর কাকে বলে? 

    Answer
    যে যন্ত্রে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয় তাকে জেনারেটর বলে।

    1. Report
  5. Question:জেনারেটরে ব্যবহৃত কাচা লোহার পাতটিকে কী বলা হয়? 

    Answer
    জেনারেটরে ব্যবহৃত কাঁচা লোহার পাতটিকে আর্মেচার বলা হয়।

    1. Report
  6. Question:তড়িৎ জেনারেটর মূলনীতি ব্যাখ্যা কর। 

    Answer
    তড়িৎবাহী তার নিজস্ব একটি চৌম্বকক্ষেত্রের সৃষ্টি করে। শক্তিশালী চুম্বকের বিপরীত মেরুদ্বয়ের মধ্যে সৃষ্ট চৌম্বকক্ষেত্র এবং তড়িৎবাহী তারের চৌম্বক ক্ষেত্রের মধ্যে ক্রিয়া-প্রতিক্রিয়া ঘটে। দুইটি বিপরীত চৌম্বক মেরুর মাঝে চৌম্বকক্ষেত্রের দিকের সাথে লম্বভাবে স্থাপিত তড়িৎবাহী তার উপরের দিকে বল অনুভব করে। এভাবে তড়িৎশক্তি হতে যান্ত্রিক শক্তি পাওয়া সম্ভব এবং এটিই হলো তড়িৎ মোটরের মূলনীতি।

    1. Report
  7. Question:জেনারেটর কয় প্রকার? 

    Answer
    জেনারেটর দুই প্রকার।

    1. Report
  8. Question:নিম্নধাপী ট্রান্সফর্মার কোথায় ব্যবহৃত হয়? 

    Answer
    নিম্নধাপী ট্রান্সফর্মারে ব্যবহার: 
    ১. টেপরেকর্ডার, ভি.সিিআর, ভিসিপি, ইলেকট্রিক ঘড়ি, ওয়াকম্যান প্রভৃতি নিম্ন ভোল্টেজ ব্যবহারকারী যন্ত্রপাতিতে নিম্নধাপী ট্রান্সফর্মার ব্যবহৃত হয়।
    ২. বাসাবাড়িতে 220V বিভবের তড়িৎ প্রবাহ ব্যবহার করতে হয়। কিন্তু সরবরাহকৃত তড়িৎ প্রবাহের বিভব বেশি থাকার ফলে বাসাবাড়িতে সংযোগ নেওয়ার পূর্বে নিম্নধাপী ট্রান্সফর্মার ব্যবহার করতে হয়।

    1. Report
  9. Question:তড়িৎ মোটর কয় প্রকার? 

    Answer
    তড়িৎ মোটর দুই প্রকারের।

    1. Report
  10. Question:সলিনয়েডের ভিতর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কীভাবে বৃদ্ধি করা যায় ব্যাখ্যা কর। 

    Answer
    সলিনয়েডেরর্ ভিতরে কোনো বিন্দুর ওপর চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য দুইভাবে বৃদ্ধি করা যায়।
    ১. তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি করলে এর চৌম্বকক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধি পায়।
    ২. প্রতি একক দৈর্ঘ্যে প্যাঁচের সংখ্যা বৃদ্ধি করলে চৌম্বক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধি পায়।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd