Question:তড়িৎপ্রবাহের চৌম্বক ক্রিয়া কী?
Answer
কোনো তারের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহের দরুন এর আশপাশ জুড়ে চৌম্বক ক্ষেত্রের উদ্ভব হয়, ফলে সন্নিকটে রাখা লোহার খন্ড চুম্বকরূপে আচরণ করে এবং তড়িৎ উৎস বিহীন বর্তনীতে ক্ষণস্থায়ী তড়িৎপ্রবাহের সৃষ্টি হয়। এই ঘটনাকে তড়িৎপ্রবাহের চৌম্বক ক্রিয়া বলে।