তড়িতের চৌম্বক ক্রিয়া
  1. Question:ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলী কাকে বলে? 

    Answer
    ট্রান্সফর্মারের যে কুন্ডলীতে পরিবর্তি প্রবাহ বা বিভব প্রয়োগ করা হয় তাকে মুখ্য কুন্ডলী বলে।

    1. Report
  2. Question:ট্রান্সফর্মারের গৌণ কুন্ডলী কাকে বলে? 

    Answer
    ট্রান্সফর্মারের যে কুন্ডলীতে পরিবর্তিত বিভব আবিষ্ট হয় তাকে গৌণ কুন্ডলী বলে।

    1. Report
  3. Question:কত সালে তাড়িতচৌম্বক আবেশর ওপর মাইকেল ফ্যারাডের পরীক্ষালব্ধ ফলাফল প্রথম প্রকাশিত হয়? 

    Answer
    ১৮৩১ সালে তাড়িতচৌম্বক আবেশের ওপর মাইকেল ফ্যারাডের পরীক্ষালব্ধ ফলাফল প্রথম প্রকাশিত হয়।

    1. Report
  4. Question:তাড়িত চৌম্বক আবেশ আবিষ্কারের জন্য ফ্যারাডে কয়টি পরীক্ষা করেছিলেন? 

    Answer
    তাড়িত চৌম্বক আবেশ আবিষ্কারের জন্য ফ্যারাডে দুইটি পরীক্ষা করেছিলেন।

    1. Report
  5. Question:কোন তত্ত্বের উপর ভিত্তি করে ট্রান্সফর্মার তৈরি করা হয়? 

    Answer
    তাড়িতচৌম্বক আবেশের ওপর ভিত্তি করে ট্রান্সফর্মার তৈরি করা হয়।

    1. Report
  6. Question:তাড়িৎচুম্বকের প্রাবল্য কীভাবে বাড়াবে? 

    Answer
    তাড়িৎচুম্বকের প্রাবল্য বাড়ানো যায়, (১) তড়িৎপ্রবাহ বাড়িয়ে, (২) সলিনয়েডের পেঁচের সংখ্যা বাড়িয়ে এবং (৩) ইংরেজি U অক্ষরের মতো বাঁকিয়ে এবং চুম্বক মেরু দুটিকে আরো কাছাকাছি এনে।

    1. Report
  7. Question:একটি বৈদ্যুতিক মোটরের দ্রুতি ও ক্ষমতা কীভাবে বাড়াবে? 

    Answer
    বৈদ্যুতিক মোটরের দ্রুতি ও ক্ষমতা বৃদ্ধির জন্য চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য নিম্নোক্ত উপায়ে বাড়াতে হবে, (১) তড়িৎ প্রবাহ বৃদ্ধি করে, (২) কয়েলে লুপ বা পেঁচের সংখ্যা বৃদ্ধি করে, (৩) অধিকতর শক্তিশালী চুম্বক বা অধিক সংখ্যক পেঁচবিশিষ্ট তড়িৎ চুম্বক ব্যবহার করে (৪) কয়েলের দৈর্ঘ্য ও বেধ বাড়িয়ে।

    1. Report
  8. Question:জেনারেটরের কার্যপ্রণালি সংক্ষেপে ব্যাখ্যা কর। 

    Answer
    জেনারেটরের আর্মেচারটিকে যখন ঘুরানো হয় তখন আর্মেচার কুন্ডলী চৌম্বকক্ষেত্রের বলরেখাগুলোকে ছেদ করে এবং তাড়িতচৌম্বক আবেশের নিয়মানুযায়ী কুন্ডলীতে তড়িচ্চালক শক্তি আবিষ্ট হয়। কুন্ডলীর একবার ঘূর্ণনের মধ্যে আবিষ্ট তড়িৎপ্রবাহের অভিমুখও একবার পরিবর্তিত হয়। এভাবে যান্ত্রিক শক্তি থেকে পরিবাহী প্রবাহ উৎপন্ন হয়।

    1. Report
  9. Question:ট্রান্সফর্মারের গৌণ কুন্ডলীতে কীভাবে তড়িচ্চালক শক্তি আবিষ্ট হয়? 

    Answer
    ট্রান্সফর্মারে মুখ্য কুন্ডলীতে পরিবাহী বিভব প্রয়োগ করার ফলে যে প্রবাহ পাওয়া যায় তা মজ্জাটিকে চুম্বকিত করে চৌম্বক বলরখা উৎপন্ন করে যা মুখ্য কুন্ডলীতে একটি আবিষ্ট ভোল্টেজ বা তড়িচ্চালক শক্তি উৎপন্ন করে। চৌম্বক বলরেখার যদি কোনো ক্ষরণ না হয় তাহলে গৌণ কুন্ডলীর প্রতি পাকেও একই সংখ্যক বলরেখা সংযুক্ত হবে। ফলে গৌণ কুন্ডলীতেও ভোল্টেজ বা তড়িচ্চালক শক্তি আবিষ্ট হবে।

    1. Report
  10. Question:’জেনারেটরে তাড়িৎ চৌম্বক আবেশ ব্যবহার করা হয়’- ব্যাখ্যা কর। 

    Answer
    পরিবর্তনশীল চৌম্বকক্ষে্রেতর দ্বারা কোনো বর্তনীতে তড়িচ্চালকশক্তি বা তড়িৎপ্রবাহ সৃষ্টির ঘটনাকে তাড়িতচৌম্বক আবেশ বলে। যখন জেনারেটরে আর্মেচারটিকে ঘুরানো হয় তখন আর্মেচার কুন্ডলী চৌম্বকক্ষেত্রের বলরেখাগুলোকে ছেদ করে এবং তাড়িত চৌম্বক আবেশের নিয়মানুযায়ী কুন্ডলীতে তড়িতচ্চালক শক্তি আবিষ্ট হয়। সুতরাং জেনারেটরে তাড়িতচৌম্বক আবেশ ব্যবহার করা হয়।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd