পদার্থের অবস্থা ও চাপ
  1. Question:স্থিতিস্থাপক সীমা কাকে বলে? 

    Answer
    স্থিতিস্থাপক বসতউর প্রযুক্ত বলের একটা সীমা আছে যা অপেক্ষা বেশি বল প্রয়োগ করলে বস্তু আর পূবর্েকার আকার ফিরে পায় না। এই সীমাকে স্থিতিস্থাপক সীমা বলে।

    1. Report
  2. Question:স্থিতিস্থাপকতা ব্যাখ্যা কর। 

    Answer
    কোন বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করে এর আকার বা আকৃতির পরিবর্তন ঘটিয়ে প্রযুক্ত বল অপসারণ করে নিয়ে বস্তুটি যে ধর্মের ফলে পূর্বের অবসথায় ফিরে আসে তাকে স্থিতিস্থাপকতা বলে। যেমন একটি রাবারকে টেনে ছেড়ে দিলে িএটি আগের অবস্থায় ফিরে আসে যে ধর্মের  জন্য তাই স্থিতিষ্থাপকতা।

    1. Report
  3. Question:বায়ুমন্ডলীয় চাপ কাকে বলে? 

    Answer
    বায়ুমন্ডল তার ওজনের জন্য ভূ-পৃষ্ঠে প্রতি একক ক্ষেত্র ফলে লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ঐ স্থানের বায়ুমন্ডলীয় চাপ বলে।

    1. Report
  4. Question:দৈনন্দিক জীবনে ঘনত্বের গুরুত্ব কী? 

    Answer
    আইপিএস, গাড়ি বা বাইকের ব্যাটারি বা সঞ্চয়ী কোষো ব্যবহৃত সালফিউরিক এসিডের ঘনত্ব `1.5xx10^3kgm^(-3)` থেকে `1.3xx10^3kgm^(-3)` হয়। হাইড্রোমিটার দিয়ে মাঝে মাঝে ঘনত্ব মেপে দেখতে হয়। ঘনত্ব বেশি হলে কোষটা নষ্ট হয়ে যায়। এ জন্য মাঝে মাঝে প্রয়োজনীয় পানি দিয়ে ঘনত্ব ঠিক রাখতে হয়।

    1. Report
  5. Question:ব্যারোমিটার দ্বারা কী পরিমাপ করা হয়? 

    Answer
    ব্যারোমিটার দ্বারা বায়ুর চাপ পরিমাপ করা হয়।

    1. Report
  6. Question:ভোতা ছুরি দিয়ে কিছু সহজে কাটা যায় না কেন? 

    Answer
    ভোতা ছুরির ভোতা প্রান্তের ক্ষেত্রফল বেশী। সে কারণে কোন বস্তুর উপর ভোতা প্রান্ত রেখে বল প্রয়োগ করলে অপেক্ষাকৃত কম চাপ পড়ে ফলে কোন বস্তু সহজে কাটা যায় না। পক্ষান্তরে ধারাল ছুরির প্রান্তের ক্ষেত্রফল কম বলে এর দআবরা সহজে বস্তু টাকা যায়।

    1. Report
  7. Question:`1Nm^(-2)` সমান কত? 

    Answer
    `1Nm^(-2)` সমান `1 Pa`।

    1. Report
  8. Question:সমুদ্র উপকূলে অবস্থিত পুকুরের তলদেশে চাপ কীরূপ হবে? 

    Answer
    সমুদ্র উপকূলে অবস্থিত পুকুরের তলদেশের চাপ সমুদ্রের পানির ঘনত্ব, পুকুরের গভীরতা ও অভিকর্ষজ ত্বরণের ওপর নির্ভর করে। সাধারণ পুকুর ও নদীর পানির তুলনায় সমুদ্রের পানির ঘনত্ব বেশি। ফলে একই গভীরতায় সাধারণ পুকুরের তুলনায় সমুদ্র উপকুলে অবস্থিত পুকুরের তলদেশের চাপ বেশি হবে।

    1. Report
  9. Question:ঘনত্বকে কী দ্বারা প্রকাশ করা হয়? 

    Answer
    ঘনত্বকে `rho` দ্বারা প্রকাশ করা হয়।

    1. Report
  10. Question:আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ে তাপমাত্রা সংশোধনের প্রয়োজন কেন? 

    Answer
    আমরা জানি, বস্তুর আপেক্ষিক গুরুত্ব বলতে সমআয়তন `4^0C` তাপমাত্রার পানি অপেক্ষা বস্তুটি কত ভারি তা বুঝায়। তাই আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতে হলে বসতউর ওজনকে `4^0C` তাপমাত্রার সমআয়তন পানির ওজন দিয়ে ভাগ করতে হয়। কিন্তু আমাদের পরীক্ষাগারে পানির তাপমাত্রা সাধারণত `4^0C`-এ পাওয়া যায় না। প্রকৃত আপেক্ষিক গুরুত্ব পাওয়ার জন্য তাপমাত্রার সংশোধন করতে হয়।
    প্রকৃত আপেক্ষিক গুরুত্ব = পরীক্ষালব্ধ আপেক্ষিক গুরুত্ব x `0^0C`তাপমাত্রার পানির আপেক্ষিক গুরুত্ব।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd