Question:কোনো বস্তুর জড়তা কী দ্বারা পরিমাপ করা হয়?
Answer
কোনো স্থির বস্তুর জড়তা ভর দ্বারা পরিমাপ করা যায়।
Question:কোনো বস্তুর জড়তা কী দ্বারা পরিমাপ করা হয়?
কোনো স্থির বস্তুর জড়তা ভর দ্বারা পরিমাপ করা যায়।
Question:সাম্য বল ও অসাম্য বল বলতে কী বুঝ?
যে সকল বলের প্রয়োগের ফলে কোনো বস্তুর সাম্যাবস্থায় থাকে তাদেরকে সাম্য বল বলে। যে বল বা বলসমূহের প্রয়োগের ফলে বস্তু সাম্যাবস্থায় না থেকে এর উপর একটি লব্ধিবল ক্রিয়া করবে ঐ বল বা বলসমূহকে অসাম্য বল বলে।
Question:কোনো বস্তুর ভরবেগ কাকে বলে?
কোনো ব্স্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে।
Question:ভরবেগের সংরক্ষণ নীতি বলতে কী বুঝ?
একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া-প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ, দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হলে, সংঘষর্ের পূবর্ের ও পরের ভরবেগের সমষ্টি সর্বদা সমান থাকে।
Question:ঘর্ষণ কাকে বলে? বিভিন্ন প্রকার ঘর্ষণের নাম লিখ।
দুইটি বস্তু একে অপরের উপর দিয়ে চলতে চেষ্টা করলে বা চলতে থাকলে বস্তুদ্বয়ের স্পর্শতলে এই গতির বিরুদ্ধে যে বাধার উৎপত্তি হয় তাকে ঘর্ষণ বলে। ঘর্ষণ চার প্রকার। যথা- ১. স্থিতি ঘর্ষণ, ২. পিছলানো ঘর্ষণ, ৩. আবর্ত ঘর্ষণ, ৪. প্রবাহী ঘর্ষণ।
Question:গর্ষণ একটি প্রয়োজনী যউপদ্রব- এর স্বপক্ষে যুক্তি দাও।
ঘর্ষণ ছাড়া আমরা কোনো কিছুই করতে পারি না। যদি ঘর্ষণ না থাকত তা হলে বস্তুর কোনো গতিই আর শেষ হতো না, বিরামহীনভাবে চলতে থাকতো। ঘর্ষণ আছে বলেই দেয়ালে একটি পেরেক স্থিরভাবে আটকে থাকে। ঘর্ষণের কারণেই পাকা দালান ও বাড়ি-ঘর নির্মাণ করা সম্ভব হয়েছে। ঘর্ষণের ফলে কাগজে পেনিসলি বা কলম দিয়ে লিখতে পারছি। আমাদের জুতা এবং মাটির মধ্যে সৃষ।ট ঘর্ষণের কারণে আমরা হাঁটা-চলা করতে পারি। ঘর্ষণের কারণে আমরা প্রয়োজন অনুযায়ী গাড়ির গতির দিক পরিবর্তন করতে পারি। বাতাসের ঘর্ষণ আছে বলেই প্যারাসুট ব্যবহার করে বিমান থেকে নিরাপদে মাটিতে নামা সম্ভব হয়েছে। তাই আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রে ঘর্ষণকে উপদ্রব মনে করা হলেও এটি অতীব প্রয়োজনীয় বটে।
Question:জড়তা কাকে বলে?
বস্তুর নিজস্ব অবস্থা বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে বস্তুর জড়তা বলে।
Question:অস্পর্শ বল কাকে বলে?
দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পশর্ে ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে।
Question:দুর্বল নিউক্লীয় বল কাকে বলে?
যে স্বল্প পাল্লায় এবং স্বল্প মানের বল নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে তাকে দুর্বল নিউক্লিয় বল বলে।
Question:সবল নিউক্লীয় বল কাকে বলে?
পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে দুটি নিউক্লীয়নের মধ্যে যে শক্তিশালী বল কাজ করে তাকে সবল নিউক্লীয় বল বলে।