গতি
  1. Question:রৈখিক গতি কী? 

    Answer
    কোনো বস্তু যদি একটি সরলরেখা বরাবর গতিশীল হয় অর্থাৎ কোনো বস্তুর গতি যদি একটি সরল রেখার উপর সীমাবদ্ধ থাকে, তাহলে তার গতিকে রৈখিক গতি বলে।

    1. Report
  2. Question:দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য বর্ণনা কর। 

    Answer
    নির্দিষ্ট দিকে পারিপার্শিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে এবং যেকোনো দিকে পারিপার্শিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। তাহলে সরণ হলো নির্দিষ্ট দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্ব। ফলে দূরত্ব স্কেলার রাশি হলেও সরণ হলো ভেক্টর রাশি। দূরত্বের শুধু মান থাকলেও সরণের রয়েছে মান ও দিক। দূরত্বের পরিবর্তন হয় শুধু মানের পরিবর্তন দ্বারা, অপরদিকে সরণের পরিবর্তন হয় শুধু মান বা শুধু দিক বা উভয়ের পরিবর্তন দ্বারা।

    1. Report
  3. Question:কোন প্রকার ত্বরণ কার্যরত থাকার কারণে বস্তুটির বেগ হ্রাস পাচ্ছে? 

    Answer
    ঋণাত্মক ত্বরণ তথা মন্দন।

    1. Report
  4. Question:বিজ্ঞানের ভাষায় বেগ ও দ্রুতি এক নয়- ব্যাখ্যা কর। 

    Answer
    সাধারণভাবে আমরা সাধারণ কথাবার্তায় দ্রুতি বোঝাতে বেগ শব্দটি ব্যবহার করলেও বিজ্ঞানের ভাষায় বেগ ও দ্রুতি এক নয়। দ্রুতি স্কেলার রাশি এবং বেগ ভেক্টর রাশি। একক সময় কোনো বস্তু কর্তৃক অতিক্রান্ত পথের দৈর্ঘ্যই দ্রুতি আর নির্দিষ্ট দিকে একক সময় বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে এর বেগ বলে।

    1. Report
  5. Question:সরণ কী? 

    Answer
    নির্দিষ্ট দিকে বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে তার অবস্থানের পরিবর্তনকে সরণ বলে?

    1. Report
  6. Question:অসম ত্বরণ বলতে কী বোঝ? 

    Answer
    বেগ বৃদ্ধির হার যদি সমান না থাকে, তাহলে সে ত্বরণকে অসম ত্বরণ বলা হয়। বক্রপথে চলমান ব্সতুর ত্বরণ সর্বদাই অসম ত্বরণ।

    1. Report
  7. Question:রাশি কী? 

    Answer
    ভৌত জগতে যাকিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে।

    1. Report
  8. Question:বায়ুতে শব্দের বেগ সুষম বেগ- ব্যাখ্যা কর। 

    Answer
    আমরা জানি, বেগ হলো পারিপার্শিকের সাপেক্ষে বস্তুর সরণের হার। সময়ের সাথে এই হারের পরিবর্তন না হলে সংশ্লিষ্ট বেগকে সুষম বেগ রূপে বিবেচনা করা হয়। যেমন, কোনো বস্তু নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতে থাকলে এর বেগকে সুষম ধরা হবে।
    উৎস হতে শব্দ উৎপন্ন হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়লেও উৎপন্ন শব্দ তরঙ্গগুলোর কোনো নির্দিষ্ট একটি, যেদিকে যাওয়া শুরু করে, সেদিকেই সমান মানের বেগে অগ্রসর হতে থাকে বলে বায়ুতে শব্দের বেগকে সুষম বেগ হিসেবে ধরা হয়।

    1. Report
  9. Question:বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না- ব্যাখ্যা কর। 

    Answer
    ত্বরণের সংজ্ঞা হতে আমরা জানি, সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। যদি বেগের পরিবর্তন না থাকে অর্থাৎ বেগের পরিবর্তন শূন্য হয় তবে বেগের পরিবর্তনের হারও শূন্য হবে। ফলে সেক্ষেত্রে ত্বরণ আর থাকে না।

    1. Report
  10. Question:সুষম ত্বরণ কাকে বলে? 

    Answer
    কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে তাহলে ঐ বেগ বৃদ্ধির হারকে সুষম ত্বরণ বলে।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd