Answer(ক) আরোহী ট্রান্সফর্মার: এই ট্রান্সফর্মার অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে বিভবের অল্প তড়িৎপ্রবাহে রূপান্তরিত করে।
অবরোহী ট্রান্সফর্মার: এ ধরনের ট্রান্সফর্মার অধিক বিভবের অল্প তড়িৎপ্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে।
(খ) আরোহী ট্রান্সফর্মার: আরোহী ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীর চেয়ে গৌণ কুন্ডলীতে তারের পাক সংখ্যা বেশি থাকে।
অবরোহী ট্রান্সফর্মার: অবরোহী ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীর চেয়ে গৌণ কুন্ডলীর তারের পাক সংখ্যা কম থাকে।
(গ) আরোহী ট্রান্সফর্মার: দূরদূরান্তে তড়িৎ প্রেরণের জন্য আরোহী ট্রান্সফর্মার ব্যবহৃত হয়।
অবরোহী ট্রান্সফর্মার: নিম্ন ভোল্টেজ ব্যবহারকারীর যন্ত্রপাতি যেমন রেডিও, টেলিভিশন, টেপরেকর্ডার, ভিসিআর, ভিসিপি, ইলেকট্রিক ঘড়ি, ওয়াকম্যান ইত্যাদি ব্যবহৃত হয়।
(ঘ) আরোহী ট্রান্সফর্মার: আরোহী ট্রান্সফর্মারের ক্ষেত্রে `E_p<E_s` এর `I_p>I_s`।
অবরোহী ট্রান্সফর্মার: অবরোহী ট্রান্সফর্মারে `E_p>E_s` এর `I_p<I_s`।