পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:অস্পর্শ বল কাকে বলে? 

    Answer
    দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পশর্ে ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে।

    1. Report
  2. Question:দুর্বল নিউক্লীয় বল কাকে বলে? 

    Answer
    যে স্বল্প পাল্লায় এবং স্বল্প মানের বল নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে তাকে দুর্বল নিউক্লিয় বল বলে।

    1. Report
  3. Question:সবল নিউক্লীয় বল কাকে বলে? 

    Answer
    পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে দুটি নিউক্লীয়নের মধ্যে যে শক্তিশালী বল কাজ করে তাকে সবল নিউক্লীয় বল বলে।

    1. Report
  4. Question:বিসর্প ঘর্ষণ কী? 

    Answer
    যখন একটি বস্তু অন্য একটি বস্তুর তথা তলের উপর দিয়ে পিছলিয়ে বা ঘষে চলতে চেষ্টা করে বা চলে তখন যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে পিছলানো ঘর্ষণ বা বিসর্প ঘর্ষণ বলে।

    1. Report
  5. Question:প্রবহী ঘর্ষণ কাকে বলে? 

    Answer
    যখন কোনো বস্তু কোনো প্রবাহী পদার্থের মধ্যে গতিশীল থাকে তখন যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে প্রবাহী ঘর্ষণ বলে।

    1. Report
  6. Question:লুব্রিকেন্ট কী? 

    Answer
    তেল, মবিল িএবং গ্রীজ জাতীয় পদার্থকে সংক্ষেপে লুব্রিকেন্ট বা পিচ্ছিলকারী পদার্থ বলে।

    1. Report
  7. Question:কোন সূত্র থেকে বলের গুণগত সংজ্ঞা পাওয়া যায়? 

    Answer
    নিউটনের গতিবিষয়ক প্রথম সূত্র থেকে।

    1. Report
  8. Question:অভিকর্ষ বল কাকে বলে? 

    Answer
    পৃথিবী যখন কোনো বস্তুর উপর মহাকর্ষ বল প্রয়োগ করে তখন তাকে অভিকর্ষ বল বলে।

    1. Report
  9. Question:অসাম্য বল কাকে বলে? 

    Answer
    যদি কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল লব্ধি বলের মান শূন্য না হয় তখন ক্রিয়ারত বলগুলোকে অসাম্য বল বলে।

    1. Report
  10. Question:নিউটনের ৩য় সূত্র হতে কোন সূত্রটি বের করা যায়? 

    Answer
    নিউটনের ৩য় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র বের করা যায়।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd